জালালাবাদ অ্যাসোসিয়েশনের জমজমাট ঈদপুনর্মিলনী


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 09-04-2025

জালালাবাদ অ্যাসোসিয়েশনের জমজমাট ঈদপুনর্মিলনী

প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদপনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মইনুল ইসলাম এবং আসাদুল গনি আসাদের নেতৃত্বাধীন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয় ৬ এপ্রিল। চমৎকার, পরিবারিক এবং আত্মিক এ অনুষ্ঠান এস্টোরিয়ার জালালাবাদ ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ছাড়াও কমিউনিটির সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নারীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। আরো চমৎকার বিষয় ছিল ঘর থেকে রান্না করা খাবার পরিবেশন।

প্রবাসে বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান হয়। এসব অনুষ্ঠানের জন্য অতিথি থাকেন। বিরক্তিকর বক্তব্যের ব্যবস্থা রাখা হয়। কিন্তু জালালাবাদ অ্যাসোসিয়েশনের ঈদপুনর্মিলনী ছিল সম্পূর্ণ ভিন্ন। এখানে ছিল না কোনো মঞ্চ, ছিল না কোনো অতিথি। সবাই বক্তা, সবাই অতিথি। তারা সবাই কথা বলেছেন, সংগীত পরিবেশন করেছেন, কবিতা আবৃত্তি করেছেন। চুটিয়ে আড্ডা মেরেছেন। আবার কেউ কেউ প্রতিপক্ষ গ্রুপের কঠোর সমালোচনা করেছেন। ভবন নিয়ে নোংরা রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ভবন জালালাবাদবাসীর প্রাণের দাবি, স্বপ্নের সারথী। সুতরাং কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না, জালালাবাদবাসীর এই ভবন থাকবে। আস্থা প্রকাশ করেছেন মইনুল ইসলামের প্রতি। দাবি জানিয়েছেন, জালালাবাদ সেন্টারের। সেই সঙ্গে ভবন ঋণমুক্ত করার আহ্বান জানিয়েছেন।

সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সবাই আনন্দ-উৎসবে মেতে ছিলেন। অনেকেই এমন সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য কার্যকরি কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন। আগামী দিনে এ ধরনের আরো অনুষ্ঠানের আহ্বান জানান তারা। কারণ এর ফলে সবার মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধি পাবে।

সংগঠনের সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুল গনি আসাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাবেক সহ-সভাপতি গীতিকার গৌছ খান, ওয়াচ মিয়া, প্রফেসর আব্দুল খালিক, আব্দুল হক বুলই, ইয়ামিন রশীদ, অর্থনীতিবিদ আব্দুল মোমিত ফুয়াদ, নিয়াজি, এনায়েত হোসেন জালাল, জাবেদ খসরু, মনসুর চৌধুরী, ব‍্যাংকার ফারুক আহমেদ, নাসির আলী খান পল, প্রফেসার আমিনুল হক চুন্নু, হাসনাত তালুকদার, সেলিনা বেগম, সাবেক সভাপতি শাহীন কামালি, নজরুল ইসলাম, ফজলুর রহমান, মোহাম্মাদ খায়ের, মনির উদ্দিন, হেলিম উদ্দিন, মঈনুজ্জামান চৌধুরী, শাহীন আজমল, শাহীনুল ইসলাম, কামরুল হোসেন, খলিলুর রহমান, আব্দুল রহিম কাদির, মৌলানা শিহাব উদ্দিন, জয়নাল উদ্দিন লায়েক, মোহাম্মাদ এল মিয়া, লায়েছ আহমদ মিনু, বদরুল উদ্দিন, দেওয়ান মোতাসসির, শেখ জামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল চৌধুরী, আনোয়ার চৌধুরী পারেক, সুতিপা চৌধুরী চম্পা, শারমিন রহমান, আওলীয়া খায়ের, সাদিয়া আমিনা রহমান, রফিকুল ইসলাম রেনু, লাকি আখতার, শাহ নেওয়াজ বেগম প্রমুখ।

অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য সভাপতি মইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আসাদুল গনি আসাদ সবাইকে ধন্যবাদ জানান।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)