নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড ১৩ এপ্রিল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 09-04-2025

নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড ১৩ এপ্রিল

বাংলা নতুন বছরকে বরণের আমেজে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ ডে প্যারেড’ হবে আগামী ১৩ এপ্রিল। ‘হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস’-এর সহায়তায় বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এ প্যারেড অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট সংলগ্ন সিটির পার্কিং এরিয়া থেকে শুরু হয়ে ৩৭ অ্যাভিনিউ ধরে প্যারেডটি যাবে ৮৬ স্ট্রিটে।

প্যারেডের অনুমতি সংগ্রহকারী ‘হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস’-এর প্রেসিডেন্ট ও জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান জানান, সকল সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-আঞ্চলিক-রাজনৈতিক-ধর্মীয় সংগঠনকে আমন্ত্রণ জানানো হচ্ছে নিজ নিজ ব্যানারসহ অংশগ্রহণের জন্য। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্যারেডের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। তিনি বলেন, এবারের প্যারেড নিয়ে কমিউনিটিতে ব্যাপক সাড়া পড়েছে। প্যারেডে সাংস্কৃতিক পর্বে থাকবেন অপূর্ব, নওশীন, রিচি সোলায়মান, মিলন, নাদিয়া, জায়েদ খান, প্রতিক হাসান, নোভা, দেবাশীষ বিশ্বাসসহ স্থানীয় জনপ্রিয় শিল্পীরা। অন্যদিকে মেলার গ্যান্ড মার্শাল হিসাবে থাকছেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও আজকাল পত্রিকার সম্পাদক শাহ নেওয়াজ। মেলায় অতিথি হিসেবে নিউইয়র্ক সিটির মেয়র এরিখ অ্যাডামসসহ মূলধারার রাজনীতিবিদরা থাকবেন।

প্যারেড কমিটির কর্মকর্তারা হলেন: আতাউর রহমান সেলিম-চেয়ারম্যান, গিয়াস আহমেদ-চিফ অ্যাডভাইজার, মোহাম্মদ আলী-কনভেনর, ফাহাদ সোলায়মান-মেম্বার সেক্রেটারি, ফেমা রকি-সাংগঠনিক সম্পাদক, জে মোল্লাহ সানি-চিফ ম্যানেজমেন্ট ডিরেক্টর, আহসান হাবিব-চিফ কো-অর্ডিনেটর, ফখরুল ইসলাম দেলোয়ার-চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর, এবং প্যারেডের কো-চেয়ারম্যানরা হলেন মো. কামরুজ্জামান, কাজী আজম, নুরুল আজিম, হারুন ভূইয়া, ফিরোজ আহমেদ, শাহ শহীদুল হক, তারিকুল ইসলাম বাদল প্রমুখ।

জানা গেছে, প্যারেড সকাল ৯টায় শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলবে। এ সময়ে ব্যস্ততম ৩৭ এভিনিউ যানবাহন চলাচল করবে না। নিউইয়র্ক সিটির পুলিশ প্যারেডের নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্ব নিয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)