মুসলিম নারীদের অপমান : পেরি গ্রিনের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 09-04-2025

মুসলিম নারীদের অপমান : পেরি গ্রিনের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা

আটলান্টার আলফারেটার অ্যাভালন শপিং সেন্টারে তিন মুসলিম নারী নামাজ পড়তে যাওয়ার সময় তাদের ওপর অপমানজনক মন্তব্য করার অভিযোগে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য মার্জোরি টেইলর গ্রিনের প্রাক্তন স্বামী পেরি গ্রিন ৪ এপ্রিল প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন। যখন ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ঘটনাটি ৩০ মার্চ ঈদের দিন ঘটে। যখন আলফারেটার অ্যাভালন মলে, যেখানে তিন নারী হিজাব পরিহিত অবস্থায় গাড়ি পার্কিং করে নামাজ পড়তে যাচ্ছিলেন। ভিডিওতে দেখা যায়, পেরি গ্রিন তার গাড়ির জানালা দিয়ে বেরিয়ে এসে নারীদের উদ্দেশ্যে ঘৃণাসূচক মন্তব্য করেন। পেরি গ্রিন শপিং সেন্টারের পার্কিং ডেক থেকে ওই তিন নারীকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। ভিডিওটি দ্রুত সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে, ব্যাপক প্রতিবাদ শুরু হয় এবং এর ফলে পেরি গ্রিন প্রকাশ্যে তার মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

গত ৪ এপ্রিল আটলান্টার মসজিদ জাফরে জুমার নামাজে একপ্রেস কনফারেন্সের মাধ্যমে পেরি গ্রিন তার আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, আমি শুধু তাদের জানাতে চাই, আমি আন্তরিকভাবে তাদের কাছে ক্ষমা চাইছি, কারণ কাউকেও এমনভাবে আচরণ করা উচিত নয়। এটা কোনোভাবেই কাউকে ভিন্নতার কারণে আচরণ করার উপায় নয়। আশা করি, তারা আমাকে ক্ষমা করবে এবং আমাদের সমাজে এ ধরনের আচরণকে সহ্য করা উচিত নয়। শুক্রবারের নামাজের সময়, গ্রিন মুসলিম নারীদের মসজিদে গিয়ে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন। নারীরা পূর্বে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার অনুরোধ করেছিলেন।

আইনজীবী আলী আওয়াদ, যিনি ভুক্তভোগীদের পক্ষে কাজ করছেন, জানান যে গ্রিন ইসলামবিরোধী ধারণা মোকাবিলায় একটি দাতব্য সংস্থায় দান করার আগ্রহ প্রকাশ করেছেন। আওয়াদ বলেন, আমাদের লক্ষ্য হলো শিক্ষা প্রদান করা। আমরা কাউকে নিচে নামানোর পক্ষে নই। আমরা আজ উচ্চ মনোভাব নিয়েছি। আমরা শান্তি বেছে নিয়েছি। আমরা মিস্টার গ্রিনকে সুযোগ দিয়েছি, যাতে তিনি সরাসরি পরিবারটির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন।

ক্ষমা প্রার্থনার পর, গ্রিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি এবং একটি এসইউভি গাড়িতে করে চলে যান।পেরি গ্রিন যিনি ২৭ বছর ধরে রিপাবলিকান কংগ্রেসম্যান মার্জোরি টেইলর সঙ্গে বিবাহিত ছিলেন এবং তাদের তিনটি সন্তান রয়েছে। পেরি গ্রিন ২০২২ সালের ডিসেম্বরে তাদের বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন, কারণ তাদের বিবাহ ‘অসামাজিকভাবে ভেঙে গেছে’ বলে তিনি উল্লেখ করেছিলেন। এদিকে আলফারেটা পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনায় অভিযোগ দায়ের করতে চায় না, কারণ আইন অনুযায়ী সমস্ত বক্তৃতা সুরক্ষিত।

পেরি গ্রিনের ক্ষমা প্রার্থনার ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, সমাজে ভিন্নতা ও সাংস্কৃতিক পার্থক্যকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘৃণাপূর্ণ মন্তব্য এবং আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়, তবে ক্ষমা প্রার্থনা এবং শিক্ষাগ্রহণের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি। পেরি গ্রিনের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা এবং ইসলামের প্রতি বিদ্বেষমূলক ধারণা মোকাবিলায় দাতব্য সংস্থায় দান করার আগ্রহ, তার পরিবর্তনের প্রতি একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। আমাদের উচিত, এমন ঘটনার মাধ্যমে সহিষ্ণুতা এবং সমানাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা, যাতে সব মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শিত হয় এবং সমাজে ঘৃণা ও বৈষম্য কমানো যায়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)