প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ঈদের শুভেচ্ছা


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 28-03-2025

প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ঈদের শুভেচ্ছা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সচিব সাইফুল্লাহ পান্নার কাছে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ শুভেচ্ছাপত্র পৌঁছে দেন।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)