সিদ্দিকুর রহমান সুমনকে চ‍্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি নিয়োগ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 26-03-2025

সিদ্দিকুর রহমান সুমনকে চ‍্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি নিয়োগ

‘চ‍্যানেল টোয়েন্টিফোরের’ যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সিদ্দিকুর রহমান সুমন। সিদ্দিকুর রহমান সুমন বর্তমানে দৈনিক মানবজমিনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবেও কাজ করছেন। তিনি ২০০৫ সালে সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদের ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় যুক্ত হোন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে স্থানীয়, জাতীয় দৈনিক এবং টিভি চ্যানেলেও কাজ করেছেন। 

আমেরিকায় আসার আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের মিডিয়া উইংয়ে (গভর্নর সেক্রেটারিয়েট অ্যান্ড পাবলিকেশনসে) কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নিউইয়র্কের ব্রঙ্কনে বসবাস করছেন।

সুমন সিলেট লেখক ফোরামের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক, এমসি কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন জিএস এবং লামাকাজী লালারগাঁও ক্রিকেট ক্লাবের (এলসিসির) প্রতিষ্ঠাতা অধিনায়ক ও সেক্রেটারি ছিলেন। এছাড়া ২০২৪ সালে সাংবাদিকতা ক্যাটাগরীতে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ (ব্রঙ্কস) থেকে বিশেষ সাইটেশন পেয়েছিলেন সিদ্দিকুর রহমান সুমন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)