বাংলাদেশের স্বাধীনতা দিবসে মার্কো রুবিওর শুভেচ্ছা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 26-03-2025

বাংলাদেশের স্বাধীনতা দিবসে মার্কো রুবিওর শুভেচ্ছা

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও গত ২৫ মার্চ মঙ্গলবার ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। একটি প্রেস বিবৃতিতে তিনি বলেন, আমেরিকার পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যখন অন্তর্বর্তী সরকার দেশটির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যা বাংলাদেশের জনগণকে তাদের ভবিষ্যতের পথে চলার সুযোগ দেবে।

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সমর্থন জানায়। আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখতে চাই। এসময় রুবিও বাংলাদেশের স্বাধীনতা দিবসের আনন্দ উপলক্ষে বাংলাদেশের জনগণের প্রতি তার শুভেচ্ছা জানিয়ে বলেন, এই বিশেষ মুহূর্তে, আমি বাংলাদেশের জনগণের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা জানাই এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি যে, আমরা একসঙ্গে কাজ করে আমাদের দুই দেশের নিরাপত্তা, শক্তি এবং সমৃদ্ধি আরও বৃদ্ধি করবো।

এদিকে, বাংলাদেশের জনগণ স্বাধীনতা দিবস উপলক্ষে নানা উৎসবে মেতে উঠেছে, যেখানে দেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)