বন রক্ষা কার্যক্রম এখন ঝুঁকির মুখে


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 26-03-2025

বন রক্ষা কার্যক্রম এখন ঝুঁকির মুখে

স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সহ-ব্যবস্থাপনার মাধ্যমে বন সংরক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ২০১৭ সালে রক্ষিত এলাকা ব্যবস্থাপনা বিধামালা প্রণয়ন করে সরকার। কিন্তু এই বিধিমালার পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য দরকার আর্থিক ব্যবস্থাপনা নীতিমালার অনুমোদন। যেটি এখনো পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আটকে আছে। সহ-ব্যবস্থাপনা কার্যক্রমকে টেকসই করতে দ্রুত এই নীতিমালাটির অনুমোদন প্রয়োজন।

গত ২৩ মার্চ রবিবার বিকেলে সহ-ব্যবস্থাপনা দিবস ২০২৫ উপলক্ষ্যে আরণ্যক ফাউন্ডেশন আয়োজিত অনলাইন আলোচনা সভায় বক্তারা এই তাগিদ দিয়েছেন। ২০০৮ সালের ২৩ মার্চ ভোরে শীলখালী সহ-ব্যবস্থাপনা সংগঠনের কমিউনিটি টহল দলের তরুণ সদস্য রফিকুল ইসলাম কক্সবাজারের টেকনাফ বন্যপ্রাণি অভয়ারণ্যে পাহারারত অবস্থায় বনদস্যুদের হাতে নিহত হন। রক্ষিত এলাকা সংরক্ষণে রফিকুল ইসলামের আত্মত্যাগের স্মরণে ২০০৯ সাল থেকে প্রতি বছর এই দিনটি সহ-ব্যবস্থাপনা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। 

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মোঃ ছানাউল্ল্যা পাটওয়ারী। তিনি বলেন, অনুমোদনের আগে নীতিমালাটি পর্যালোচনা করা গুরুত্বপূর্ণ। এসময় তিনি জানান, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে বন সংরক্ষণ ও ব্যবস্থাপনার ব্যাপারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান খুবই আন্তরিক।

এর আগে আরণ্যক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আব্দুল মোতালেব আর্থিক ব্যবস্থাপনা নীতিমালা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে একযোগে উদ্যোগ গ্রহণের তাগিদ দেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বন রক্ষায় সহ-ব্যবস্থাপনা কার্যক্রম অনেকটাই উন্নয়ন সহযোগীদের অর্থায়নের উপর নির্ভরশীল ছিল। সম্প্রতি ইউএসএআইডি’র অর্থায়ন বন্ধ হওয়ায় এই কার্যক্রম এখন ঝুঁকির মুখে। তাই সহ-ব্যবস্থাপনা কমিটিগুলোকে টেকসই করার জন্য আর্থিক ব্যবস্থাপনা নীতিমালাটি এখন আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

 অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আরণ্যক ফাউন্ডেশনের সিএমও নেটওয়র্ক কর্মসূচির সমন্বয়কারী মোস্তফা কামাল, ইন্সটিটিউশন অব ফরেস্টারস অব বাংলাদেশ-আইএফবি’র ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেক্রেটারি মোঃ মদিনুল আহসান, বেসরকারি উন্নয়ন সংস্থা নেকম এর উপ-প্রকল্প পরিচালক শফিকুর রহমান ও বিভিন্ন সহ-ব্যবস্থাপনা নেটওয়ার্কের নেতৃবৃন্দ।

২০০৩-০৪ সাল হতে বন অধিদপ্তর নিসর্গ কর্মসূচির আওতায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে রক্ষিত এলাকা সহ-ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশের ২২টি রক্ষিত এলাকায় ২৮ টি সহ-ব্যবস্থাপনা সংগঠন বন অধিদপ্তরের সাথে কাজ করছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)