চট্টগ্রাম এসোসিয়েশনের ইফতার মাহফিল


দেশ ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-03-2025

চট্টগ্রাম এসোসিয়েশনের ইফতার মাহফিল

গত ৮ মার্চ শনিবার চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলের আহবায়ক ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোক্তাদির বিল্লাহ এবং সদস‍্য সচিব ছিলেন নুরুস সোফা। 

সভাপতি মাকসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে যৌথভাবে দোয়া পরিচালনা করেন মৌলানার আলহাজ মুজিবুর রহমান ও মওলানা আইয়ুব আনছারী। বক্তব্য রাখেন সাবেক ট্রাস্টি বোর্ডের কো চেয়ারম্যান মোহাম্মদ শাহাজান সিরাজী, সাবেক সভাপতি আহসান হাবিব, মুক্তাদির বিল্লাহ, মাসুদ সিরাজী, মহিউদ্দীন চৌধুরী খোকন প্রমুখ। 

উল্ল‍্যখে‍্য পুর্ব ঘোষিত ইফতার মাহফিলকে বিতর্কিত করার লক্ষ্যে একটি মহল ইফতার মাহফিলের একদিন পুর্বে অর্থাৎ ৭ মার্চ সকাল ১০ থেকে ৬/৭ জন সিকিউরিটি গার্ড দিয়ে প্রায় ৩৬ ঘন্টা সমিতির অফিসে ঘিরে রাখে যেন চট্টগ্রামবাসী ইফতারে অংশ নিতে না পারে। পরে অন‍্য একটি ভবনে বিপুলসংখ্যক চট্টগ্রামাসীর উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। মহিলাদের জন‍্য সহ সম্পাদক মো হারুন মিয়ার বাসায় ভবনের ২য় তলায় বিশেষ ব‍্যবস্থা করা হয়। 

এই ধরনের কর্মকান্ডের জন‍্য কার্যকরি পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)