টেক্সাসে আইসের বিশাল অভিযান : প্রায় ৬৫০ অবৈধ অভিবাসী গ্রেফতার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 12-03-2025

টেক্সাসে আইসের বিশাল অভিযান : প্রায় ৬৫০ অবৈধ অভিবাসী গ্রেফতার

টেক্সাসের হিউস্টন এলাকায় এক সপ্তাহব্যাপী অভিবাসন অভিযান চালিয়ে ৬৪৬ জন অবৈধ অভিবাসী গ্রেফতার করেছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। এদের মধ্যে ৫৪৩ জনই অপরাধী এবং সাত জন গ্যাং সদস্য। এই অভিযানে গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত বা দণ্ডিত রয়েছেন ১৪০ জন। গত ফেব্রুয়ারি ২৩ থেকে মার্চ ২ পর্যন্ত আইস এবং অন্যান্য ফেডারেল, রাজ্য ও স্থানীয় আইন-প্রয়োগকারী সংস্থাগুলো মিলে এই অভিযানে অংশ নেয়। যার উদ্দেশ্য ছিল জননিরাপত্তা, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করা। অভিযানে গ্রেফতার হওয়া অপরাধীদের মধ্যে ৩৪ জনকে যৌন অপরাধ এবং ৩৮ জনকে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত করা হয়েছে।

ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট জানায়, গ্রেফতার হওয়া অপরাধীদের মধ্যে ৫৫৪ জন প্রশাসনিক গ্রেফতার এবং ৭১ জনকে অপরাধী গ্রেফতারের পরোয়ানার মাধ্যমে আটক করা হয়, যাদের মধ্যে মাদক পাচারকারী, মানব পাচারকারী, শিশু যৌন অপরাধী এবং অস্ত্র পাচারকারীও রয়েছে।

আইসিই হিউস্টন অফিসের পরিচালক ব্রেট ব্র্যাডফোর্ড বলেন, এই অভিযানে গ্রেফতার হওয়া অপরাধীরা দেশে অনুপ্রবেশের পর হিংস্র অপরাধ করেছে, যা স্থানীয় জনগণের নিরাপত্তা বিপন্ন করেছে। হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন্স (এইচএসআই) হিউস্টন বিশেষ এজেন্ট ইনচার্জ চ্যাড প্ল্যান্টজ আরো বলেন, এই অভিযানের মাধ্যমে আমরা শক্তিশালী বার্তা পাঠিয়েছি যে, টেক্সাস গালফ কোস্টের আইনপ্রয়োগকারী সংস্থাগুলো একত্রিত এবং অপরাধীদের বিরুদ্ধে কাজ করছে। আইস এই অভিযানটি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অভিবাসন সমস্যার উন্নতির জন্য, যেখানে ট্রান্সন্যাশনাল গ্যাং সদস্যরা অবৈধভাবে প্রবেশ করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)