মা ছাড়া জীবন অসম্পূর্ণ


আলমগীর কবির , আপডেট করা হয়েছে : 12-03-2025

মা ছাড়া জীবন অসম্পূর্ণ

অপু বিশ্বাস। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী। যিনি দীর্ঘদিন ধরে বাংলা সিনেমায় তার শক্ত অবস্থান তৈরি করেছেন, তিনি তার জীবনের নানা দিক এবং নারী হয়ে সাফল্যের পথে চলার চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলেছেন। সমাজে নারীরা সফলতার শীর্ষে পৌঁছালেও এখনো নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হন, যা নিয়ে তিনি গভীরভাবে চিন্তা করেন। অপু বিশ্বাস মনে করেন, নারীর সবচেয়ে বড় পরিচয় তার মাতৃত্ব। ‘বেলা শেষে নারীর একটিই পরিচয়, আমরা মা’। নিউইয়র্ক থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দেশ পত্রিকার সঙ্গে এই সাক্ষাৎকারে তিনি শোবিজ, নারীর অবস্থান এবং মা হওয়ার গুরুত্ব নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন। সঙ্গে ছিলেন আলমগীর কবির

প্রশ্ন: নারীরা কেন প্রতিবন্ধকতার শিকার হন?

অপু বিশ্বাস: আমরা ভাবি নারীরা এগিয়ে যাচ্ছে, কিন্তু আসলেই কি আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি? পুরুষদের পাশাপাশি নারীদেরও কাজের ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে, তারপরেও সমাজে নানা ধরনের প্রতিবন্ধকতা বিদ্যমান। বিভিন্ন কারণে নারীদের সমাজে বা কর্মক্ষেত্রে সঠিক মর্যাদা ও সুযোগ দেওয়া হয় না। একদিকে নারীরা সফলতার শীর্ষে যেতে চেষ্টা করলেও, দায়বদ্ধতা হিসেবে তাদেরকে “নারী” হিসেবেই প্রমাণিত হতে হয়, যা অনেক সময় তাদের পথ রোধ করে।

প্রশ্ন: নারীর অবদান কীভাবে মূল্যায়ন করা উচিত?

অপু বিশ্বাস: প্রত্যেক পুরুষের উচিত তার মাকে যে শ্রদ্ধা ও সম্মান দেওয়া, নারীকেও সেই জায়গায় সম্মানিত করা। একজন নারীর একটিই মূল পরিচয়, সে মা। বাকি সব পরিচয়, যেমন স্ত্রী, মেয়ে, সঙ্গী, এগুলো সাময়িক। নারীদের সম্মান করা উচিত মায়ের মতো, কারণ মা ছাড়া জীবন অসম্পূর্ণ। মা যেভাবে শ্রদ্ধা ও সম্মান পাওয়ার অধিকারী, নারীদেরও তেমনই সম্মান দেওয়া উচিত।

প্রশ্ন: শোবিজ নারীদের জন্য পরিবেশ কতটা সহায়ক?

অপু বিশ্বাস: শোবিজের পরিবেশে নারীদের অনেক কিছু সহ্য করতে হয়, বিশেষ করে পোশাকের বিষয়টি। সমাজের কিছু অংশে পোশাক নিয়ে সাহসিকতার চেয়ে একটু বেশি মুক্তি এসেছে, কিন্তু আমাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রেখে এটা সংযত হওয়া উচিত। বাংলাদেশ একটি ধর্মকেন্দ্রিক দেশ, তাই আমাদের পোশাকের ব্যাপারে সংযম থাকা প্রয়োজন। শোবিজে নারীরা যতটা মুক্তি পাচ্ছে, ততটাই সেটা তাদের শিষ্টাচারের মধ্যে রাখা উচিত।

প্রশ্ন: পুরুষদের সঙ্গে নারীর সম্পর্ক কেমন হওয়া উচিত?

অপু বিশ্বাস: একজন পুরুষের মানসিকতা, চরিত্র এবং অবস্থানের ওপর নারীর নিরাপত্তা নির্ভর করে। কাজের মাধ্যমে একজন নারী যখন পুরুষদের সঙ্গে যোগাযোগ করে, তখন তার নিরাপত্তা পুরোপুরি ব্যক্তিগত ও পারিবারিক সম্মান রক্ষার ওপর নির্ভরশীল। আমি একজন মা, স্ত্রী, এবং অভিনেত্রী হিসেবে জানি, যে সম্মান আমি আমার পরিবারের প্রতি রক্ষা করি, সেটি আমাকে কখনোই ভুলে যাওয়া উচিত নয়। পুরুষদের প্রতি নারীর সম্পর্কের ক্ষেত্রে সঠিক মনোভাব এবং শ্রদ্ধা থাকা অত্যন্ত জরুরি।

প্রশ্ন: ক্যারিয়ারে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন?

অপু বিশ্বাস: আমার ক্যারিয়ারের শুরুটা শাকিব খানের সঙ্গে, যিনি আমার স্বামী এবং সন্তানের বাবা। তার সহায়তায় এবং কাজের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে পেরেছি। সিনিয়র পার্সোনালিটির মাধ্যমে পরিবেশ এবং পেশাগত সম্পর্কের মধ্যে সম্মান রাখা হয়েছে, যার ফলে আমি কখনো কোন প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি। ক্যারিয়ারের শুরুর দিক থেকে শাকিবের পাশে থাকায় আমি ভাগ্যবান এবং তার সহায়তায় আমি অনেক কিছু শিখেছি। সেই সাথে নিজের জায়গা তৈরি করেছি।

প্রশ্ন: নারীদের দৃষ্টিতে সফলতার মান কী?

অপু বিশ্বাস: সফলতা কেবল বাহ্যিক বা ক্যারিয়ার নয়, বরং পারিবারিক জীবনও সফলতার একটি অংশ। একজন নারী যখন তার পরিবার, সমাজ, এবং কাজের প্রতি দায়িত্ব পালন করে, তখনই তাকে সফল বলা যায়। সফলতা মানে কেবল এক জায়গায় পৌঁছানো নয়, বরং পরিবার এবং কাজের মাঝে ব্যালেন্স রাখা। নারীদের জীবনে পরিবার, সন্তান এবং কাজ সবকিছুর সামঞ্জস্যপূর্ণ মেলবন্ধনই আসল সফলতা।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)