১৩ এপ্রিল জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ ডে প্যারেড’


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 05-03-2025

১৩ এপ্রিল জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ ডে প্যারেড’

বাংলাদেশ সোসাইটি এবং ইন অ্যাসোসিয়েশন অব হিউম্যানিটি এমপাওয়ারমেন্ট রাইটস’র যৌথ উদ্যোগে আগামী ১৩ এপ্রিল জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ডে প্যারেড’। এই প্যারেডটি জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউতে ৭৯ স্ট্রিট থেকে বেলা ১১টায় হেঁটে ৮৭ স্ট্রিট পর্যন্ত প্রদক্ষিণ করবে। সিটি থেকে প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়েছে। এতে নিউইয়র্কের বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ নেবেন। গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তথ্যসমূহ জানানো হয়। 

বাংলাদেশ ডে প্যারেডের মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানে টেকনিক্যাল বিষয় নিয়ে আলোকপাত করেন অর্গানাইজিং সেক্রেটারি এফইএমডি রকি এবং জে মোল্লা সানি। 

মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন ডে বাংলাদেশ প্যারেডের চেয়ারম্যান ও বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, প্যারেডের কনভেনর ও বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, বাপার ভাইস প্রেসিডেন্ট প্রিন্স আলম, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, মাস্টার অ্যাট ল মো. এন মজুমদার, জেবিবিএর সাবেক প্রেসিডেন্ট আবুল ফজল দিদারুল ইসলাম, জেবিবিএর সাবেক সেক্রেটারি মো. কামরুজ্জামান কামরুল, রিয়েলেটর নুরুল আজিম, কমিউনিটি অ্যাকটিভিস্ট নাসরিন আহমেদ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আতোয়ারুল আলম, জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রেসিডেন্ট শাকিল মিয়া প্রমুখ। 

নিউইয়র্কের মূলধারার নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশি সুধীজনেরা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মিড দ্য প্রেস এ লিখিত বক্তব্য পাঠ করেন এই আয়োজনের মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলায়মান। এ সময় জানানো হয়, নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হোকুল, ইউএস সিনেট মাইনরিটি লিডার চাক শুমার, সিটি মেয়র এরিক অ্যাডামসসহ মূলধারার জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে নিউইয়র্ক সিটির ১৩ জন ইলেকটেড অফিসিয়ালগণ উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। এই আয়োজনে ইতিমধ্যেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ), বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা), জ্যাকসন হাইটস এলাকাবাসী, চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফরম্যান্স আর্টস (বিপা), বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বাক), শিল্পকলা একাডেমি ইউএসএ, বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি প্রমুখ। 

উপস্থিত সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলায়মান। 

এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম জানান, নিউইয়র্ক সিটিতে বাংলাদেশিরা এখন ফ্যাক্টর। এ কারণে বাংলাদেশ ডে প্যারেড কমিউনিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা আমাদের অবস্থান মূলধারায় তুলে ধরতে পারবো। নিউইয়র্কের পাঁচটি বরোতে শক্তিশালী উপকমিটি গঠন করা হবে। তিনি প্রবাসের বিভিন্ন সংগঠন মিডিয়াকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।

কনভেনর ও বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান, বাংলাদেশ ডে প্যারেডের চিফ অ্যাডভাইজার মনোনীত হয়েছেন বিশিষ্ট কমিউনিটি অ্যাকটিভিস্ট ও ব্যবসায়ী গিয়াস আহমেদ। প্যারেডের গ্র্যান্ড মার্শাল হিসেবে থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। 

ফাহাদ সোলায়মান জানান, প্যারেডে বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরা হবে। আমাদের যাত্রা শুরু হয়েছে, আগামীতে আরো বিস্তারিতভাবে ডে প্যারেডের অগ্রগতি মিডিয়ার মাধ্যমে অবহিত করা হবে। অনুষ্ঠানে বক্তারা প্রবাসের সর্বোচ্চ সংখ্যক সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে নিয়ে নিউইয়র্কে পজিটিভ বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)