ঐক্যবদ্ধভাবে আমাদের পরিস্থিতি মোকাবিলা করতে হবে : প্রিন্স


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 05-03-2025

ঐক্যবদ্ধভাবে আমাদের পরিস্থিতি মোকাবিলা করতে হবে : প্রিন্স

নিউইয়র্ক স্টেট বিএনপির এক মতবিনিময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সব অচলায়তন ভেঙে আমাদের সামনে এগোতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আমাদের সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ আমরা এমন একটা পরিবেশে বাংলাদেশে আছি, বাংলাদেশে এখন ট্রানজিশন পিরিয়ড চলছে। দীর্ঘ ১৫ বছর আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এ লড়াই করতে গিয়ে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে নির্মম দমনপীড়ন সইতে হয়েছে। জেল খাটতে হয়েছে এবং মিথ্যা মামলায় মানবেতর জীবনযাপন করতে হয়েছে। 

জ্যাকসন হাইটসে শেফ মহল পার্টি হলে এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ। বাংলাদেশে চলমান পরিস্থিতির আলোকে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন, ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন (ভিপি), আনোয়ার হোসেন, বিএনপি নেতা আমিনুল ইসলাম চৌধুরী, বদরুল হক আযাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ এম রেজা, নীরা রাব্বানী, আনিসুর রহমান, কাওসার আহমেদ, দেওয়ান কাউসার, আশরাফ হোসেন, আব্দুল কাইয়ুম, সাইফুল ইসলাম, সেলিম আহমেদ, ইঞ্জিনিয়ার মাইন উদ্দীন, সাঈদা আক্তার, সৈয়দ ফারুক হোসেন, শ্রমিক দলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ, ওয়াহেদ আলী মন্ডল। 

ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল বলেন, ৫ আগস্টের আগে যারা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন, তারা আগে থাকবেন। আর যারা পরবর্তীতে সরব হয়েছেন অর্থাৎ সুদিনের কর্মীরা থাকবেন পেছনে। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)