‘প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন এবং একে অন্যকে ভালোবাসুন- তাহলেই প্রবাসের স্বপ্ন পূরণের পথ সুগম হবে, বহুজাতিক এ সমাজে নিজেরা উদ্ভাসিত হতে সক্ষম হবো’ প্রবাসী শেরপুর জেলা সমিতির নয়া কমিটির অভিষেক উৎসবে এমন আকুতি ব্যক্ত করেছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। এক মিনিটের এ বক্তব্যে উপস্থিত সবাই অভিভূত এবং সবার প্রত্যাশার পরিপূরক আহ্বানই এই আমব্রেলা সংগঠনের নেতার কণ্ঠে ধ্বনিত হয় বলে মন্তব্য করেছেন অনেকে। ২০২৫-২০২৬ মেয়াদের জন্য নির্বাচিত প্রবাসী শেরপুর জেলা সমিতির এ অনুষ্ঠান হয় ২২ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটির জ্যামাইকায় হিলসাইডের একটি পার্টি হলে।
সমিতির প্রধান উপদেষ্টা সাংবাদিক মো. আবুল কাশেমের সমন্বয়ে কমিউনিটির সর্বস্তরে প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের বিপুল উপস্থিতির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি নাহিদ রায়হান লিখন। প্রধান অতিথি ছিলেন বেঙ্গল হোম কেয়ারের প্রেসিডেন্ট এইচ এম জামিল। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাবেক সহ-সভাপতি ফারুক হোসেন মজুমদার, শেরপুর সমিতির সাবেক সভাপতি মামুন রাশেদ এবং জান্নাতআরা রহমান এবং অভিষেক উৎসবের জন্য গঠিত সাব-কমিটির আহ্বায়ক রাকিবুল ইসলাম রাসেল, সদস্যসচিব নাইস চৌধুরী, সদস্য লিটন জামান এবং খন্দকার মেহেদী হাসান।
নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করানোর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টা, সাংবাদিক আবুল কাশেম অনুষ্ঠানে আগত সব অতিথি এবং শেরপুরবাসীকে ধন্যবাদ জানান। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে যারা উপস্থিত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এটাই হচ্ছে সৌহার্দ্য সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন। নিজের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখাই হলো সংগঠন করার মূল উদ্দেশ্য। এই সংগঠনের মাধ্যমে প্রবাসে নিজেদের সুখ-দুঃখে পাশে থাকা এবং নিজ এলাকার উন্নয়ন করাই মুখ্য উদ্দেশ্যে। তিনি বন্যার সময় এই সংগঠনের পক্ষ থেকে সাহায্যের কথা উল্লেখ করেন।
মহান ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালনের পর পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করা হয়। নতুন কমিটির শপথবাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মো. আবুল কাশেম। অতিথিদের সঙ্গে মঞ্চে অভিষিক্তরা হলেন- সভাপতি-ইঞ্জিনিয়ার প্রদোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক-ছায়েদুল হক ঝন্টু, সিনিয়র সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান এবং সাবেরা জামান চৌধুরী, সহ-সভাপতি মো. আল আমিন এবং এস এম আসাদুজ্জামান সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন জামান, কোষাধ্যক্ষ মো. রাকিবুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সমাজকল্যাণ সম্পাদক মোছা. সাবিনা ইয়াসমিন, প্রচার ও দফতর সম্পাদক সিহাব আহমেদ কিবরিয়া। কার্যকরি সদস্যরা হলেন- মোস্তফা সাদী, মো. শহিদুল আলম শাহীন এবং রেখা জামান চৌধুরী।
অনুষ্ঠানে সাবেক কমিটির কয়েকজনকে সমিতির কাজে বিশেষ অবদানের জন্যে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। এরপর প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহমুদ এবং রোকসানা মির্জাসহ কয়েকজন সংগীতের মূর্ছনায় সবাইকে গভীর রাত অবধি মাতিয়ে রেখেছিলেন।