জামালপুর জেলা সমিতির নতুন কার্যকরি কমিটি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 19-02-2025

জামালপুর জেলা সমিতির নতুন কার্যকরি কমিটি

আমেরিকাস্থ জামালপুর জেলা সমিতির নতুন কার্যকরি কমিটির (২০২৫-২৬) সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবু বকর সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান জাস্টিস।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্তোরাঁয় নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি আবু বকর সিদ্দিকী সংগঠনকে গতিশীল ও কার্যকর করার অঙ্গীকার করেন। সাধারণ সম্পাদক মশিউর রহমান জাস্টিস সংগঠনের মাধ্যমে জামালপুরের ঐতিহ্য তুলে ধরার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

কার্যকরি কমিটির অন্যদের মধ্যে যারা পদ পেয়েছেন তারা হলেন- সহ-সভাপতি আজিজুল হক, সাইদুর রহমান এবং সাইফুল ইসলাম। যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা, সহকারী সাংগঠনিক সম্পাদক মো। নূরে আলম সিদ্দিকী, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক সাইম ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. মোক্তার, সাংস্কৃতিক সম্পাদক মো. আনিছ মিয়া, ক্রীড়া সম্পাদক সাকির উল্লাহ, মহিলা সম্পাদক মোছা. কনিকা, আপ্যায়ন সম্পাদক কানিজ ফাতেমা, সমাজ কল্যাণ ও ত্রাণ সম্পাদক মো. মিলন কবির। 

সদস্যরা হলেন- মো. হোসেন মোক্তার, শফিকুল ইসলাম সাবু, আব্দুর রশিদ, মো. আব্দুল বাছেদ, ফজলুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সিফাত উল্লাহ, রাকিবুল হাসান সবুজ, সিদ্দীক শেখ ও আব্দুল আল মামুন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)