টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরু


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 31-01-2025

টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরু

মুখরিত টঙ্গীস্থ তুরাগ নদীর পাড়। মুসল্লিগন এসে নির্ধারিত স্থান খুজছেন। খুটি অনুসারে থাকার জায়গা বেছে নিচ্ছেন। ব্যাস্ততম সময় যাচ্ছে তাদের। আজ আবার শুক্রবার। জুমার নামাজ। সেটারও আছে প্রস্তুতি। তবে এরই মধ্যে  তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বিদের আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে। ইবাদত-বন্দেগির মোক্ষম সময় হৃদয়ে ধারণ করে মুসল্লিদের স্রোত টঙ্গীমুখী। এই স্রোত অব্যাহত থাকবে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত।
   

আজ ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে। বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা তাদের নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। কোন কোন জেলার মুসল্লি কোন খিত্তায় অবস্থান নেবেন সে দিক-নির্দেশনা ইতিমধ্যে দেয়া হয়েছে। ময়দানের মুসল্লিদের অবস্থান ও জেলাওয়ারী নির্দিষ্ট খিত্তায় (ভাগে) বিভক্ত করা হয়েছে।


ইজতেমায় বিশ্বের অর্ধশত দেশের প্রায় ১০-১৫ হাজার বিদেশি মেহমান আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজকরা।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)