সাংবাদিক সাইফুর রহমান চৌধুরীর মাতার ইন্তেকাল


প্রেস বিজ্ঞপ্তি , আপডেট করা হয়েছে : 23-01-2025

সাংবাদিক সাইফুর রহমান চৌধুরীর মাতার ইন্তেকাল

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি’র (বিএসজেসি) সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশনে ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান চৌধুরীর মাতা রওশন আরা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় উত্তরায়

নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন উত্তরা ১০ নং সেক্টরের মসজিদে জানাজা শেষে ১০নং সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাইফুর রহমান চৌধুরীর মাতার মৃত্যুতে বিএসজেসি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে নেতৃবৃন্দ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)