সাইফ আলী খান ছুড়িকাঘাতে আহত, হাসপাতালে ভর্তি


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 16-01-2025

সাইফ আলী খান ছুড়িকাঘাতে আহত, হাসপাতালে ভর্তি

বলিউডের বিখ্যাত অভিনেতা সাইফ আলী খান ছুড়িকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বোম্বের খ্যাতিমান মনসুর আলী খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের ছেলে অভিনেতা সাইফ আলী খান নিজের বাড়িতে এক বহিরাগত দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে জানিয়েছে । এনডিটিভি


বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মুম্বাইয়ের বাড়িতে এই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বতর্মানে তিনি লীলাবতী হাসপাতাল ভর্তি রয়েছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)