দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানলে পুড়লো মসজিদ আল-তাকওয়া


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 15-01-2025

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানলে পুড়লো মসজিদ আল-তাকওয়া

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলে পুড়ে ধ্বংস হয়েছে আলতাদেনার মসজিদ আল-তাকওয়া। গত ৭ জানুয়ারি এই আগুনে মসজিদটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। এটি ছাড়াও আরও অন্তত দশটি উপাসনালয়, যার মধ্যে একটি সিনাগগ এবং কয়েকটি চার্চ রয়েছে। মসজিদ এলাকার মুসল্লিদের আশেপাশের বাড়িগুলিও এই আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের আবাসস্থল। লস অ্যাঞ্জেলেস শহরটি তেহরানজেলেস বা লিটল পার্সিয়া নামেও পরিচিত। এছাড়া, কাছাকাছি আনাহাইম এলাকাটি লিটল আরাবিয়া নামে পরিচিত, যেখানে আরব সম্প্রদায়ের অনেক দোকান ও রেস্তোরাঁ রয়েছে। মসজিদটি পুনর্নির্মাণের জন্য স্থানীয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ব্যাকার আবু-জারাদেহ একটি গোফান্ডমি পেজ চালু করেছেন। তিনি তার আবেদনপত্রে উল্লেখ করেছেন যে, মসজিদটি গত ২০ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সেবা দিয়ে আসছে। এই উদ্যোগে ইতোমধ্যে এক লাখ ডলার সংগ্রহ করা হয়েছে। এই ডলার সংগ্রহ তাদের লক্ষ্যমাত্রার ২০ শতাংশ পূরণ করেছে। স্থানীয় মুসলিম সম্প্রদায় এবং অন্যান্য ক্ষতিগ্রস্তরা এখন পুনর্গঠনের জন্য সহায়তার অপেক্ষায় রয়েছেন। মসজিদ আল-তাকওয়া পুনর্নির্মাণের প্রচেষ্টা এই পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)