সহধর্মিনী প্রয়াত ঝঁর্ণা রায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের মানুষজন


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 13-01-2025

সহধর্মিনী প্রয়াত ঝঁর্ণা রায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের মানুষজন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সহধর্মিনী প্রয়াত ঝঁর্ণা রায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার আত্মার শান্তি কামনা করেছে কেরানীগঞ্জের বিভিন্না ধর্মের মানুষজন।

দক্ষিন কেরানিগঞ্জের মির্জাপুরে বাসভবনে গয়েশ্বর চন্দ্র রায়সহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই শ্রাদ্ধ অনুষ্ঠান হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ শিক্ষক, আইনজীবী,, প্রকৌশলীসহ নানা পেশার কয়েক হাজার মানুষজন অংশ নেন।

অতিথিদের অভ্যর্থনা জানান, গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্র অমিতাভ রায় এবং তার সহধর্মিনী নিপুণ রায় চৌধুরী।

অনুষ্ঠানস্থলে প্রয়াত ঝর্ণা রায়ের প্রতিকৃতির সামনে নিরবে দাঁড়িয়ে তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে মানুষজন।

অতিথিদের সুকৃতি ভোজে আপ্যায়ন করা হয়।

গত ২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ) হাসপাতালে পরলোকগমন করেন।মৃত্যুকাল তার বয়স হয়েছিলো ৭০ বছর।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে এক ছেলে রেখে গেছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)