২৪ সালে আমেরিকায় গুলিতে প্রাণ হারিয়েছে ১৬ হাজার ৫৭৬ জন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 08-01-2025

২৪ সালে আমেরিকায় গুলিতে প্রাণ হারিয়েছে ১৬ হাজার ৫৭৬ জন

গত বছর যুক্তরাষ্ট্রে বন্দুকের গুলিতে প্রাণ ঝরেছে ১৬ হাজার ৫৭৬ আমেরিকানের। অর্থাৎ দৈনিক গড়ে মৃত্যু হয় ৪৫ জনের অধিক আমেরিকানের। এর মধ্যে শিশু-কিশোরের সংখ্যা ৫১৫১ জন। পুলিশের গুলিতে নিহত হয়েছে ১ হাজার ১৩৩ জন। অর্থাৎ দৈনিক গড়ে ৩ জনের অধিক নিরস্ত্র আমেরিকানের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। আগের বছরের তুলনায় নিহতের সংখ্যা কিছুটা কমলেও বন্দুক সহিংসতা নিয়ে বিরাজিত উদ্বেগ আদৌ কমেনি। 

 বন্দুক সহিংসতার তথ্য সংরক্ষণকারী ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ সূত্রে আরো জানা গেছে আগের বছরের তুলনায় বন্দুক সহিংসতায় নিহতের সংখ্যা কমেছে ১২ শতাংশ। একইভাবে পুলিশের গুলিতে নিরস্ত্র আমেরিকানের প্রাণ ঝরার সংখ্যাও কিছুটা কমেছে। সরকারি সূত্রে জানা গেছে, গত বছর আমেরিকায় বন্দুক বিক্রি হয়েছে ১ কোটি ৩৬ লাখ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)