বিএনপি নেতৃবৃন্দের বাংলাদেশ সফর : নির্বাচনী মাঠে আগাম ওয়ার্মআপ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 08-01-2025

বিএনপি নেতৃবৃন্দের বাংলাদেশ সফর : নির্বাচনী মাঠে আগাম ওয়ার্মআপ

গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারি শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর বাংলাদেশের ন্যায় প্রবাসেও বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উল্লাস দেখা যায়। স্বৈরচারি শেখ হাসিনার শাসনামলে যুক্তরাষ্ট্রসহ প্রবাসে যারা বিএনপির রাজনীতি করেছেন, নেতৃত্ব দিয়েছে- তারা তাদের প্রিয়জন্মভূমি বাংলাদেশে যেতে পারেননি। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেয়া হয়। দখল করে নেয়া হয় তাদের ব্যবসা বাণিজ্য এবং সম্পত্তি। সেই সাথে লেলিয়ে দেয়া হয় দলীয় গুন্ডাদের। এমনও অনেকে রয়েছেন যারা ১০ থেকে ২১ বছর পর্যন্ত বাংলাদেশে যেতে পারেননি। শেখ হাসিনা পালিয়ে যাবার পর যুক্তরাষ্ট্র বিএনপির অনেক নেতাকর্মী বাংলাদেশে যাচ্ছেন। ইতিমধ্যেই অনেকে গিয়েছেন, আগামী আরো যাবেন। যারা বাংলাদেশে যাচ্ছেন তাদের অনেকেরই টার্গেট দুটো। প্রথম টার্গেট হলো বাংলাদেশ গিয়ে আত্মীয় স্বজনকে দেখা এবং দ্বিতীয় টার্গেট হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন স্থানীয় নির্বাচনে অংশ নেয়া। ইতিমধ্যেই বাংলাদেশে গিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট। তার টার্গেট জাতীয় সংসদ নির্বাচন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। তারও টার্গেট জাতীয় সংসদ নির্বাচন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিল্টন ভুইয়া। তারও টার্গেট জাতীয় সংসদ নির্বাচন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল তিনিও জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে বাংলাদেশে গিয়েছেন।

আগামীতে আরো যাচ্ছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান জিল্লু, নিউইয়র্ক উত্তর বিএনপির আহবায়ক আহবাব চৌধুরী খোকন, সদস্য সচিব ফয়েজ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, মওদুদ পাশা, জাহাঙ্গীর হাসাইন, কাজী আমিনুল ইসলাম স্বপন, সায়েদ আলম, মিজানুর রহমান, কামাল, জহির, মাহবুব, কয়েস, হাবিব, হারুন, শাহবাজ আহমেদ, আসাদ মুরাদ, মহিদুর রহমান প্রমুখ।

নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ঈশা খান সুলতান তার শুভানুধ্যায়ী জিল্লুর রহমান জিল্লু এবং ফয়েজ চৌধুরীর বাংলাদেশ সফরকে কেন্দ্র এক মতবিনিময় সভা এবং নৈশ ভোজের আয়োজন করেন। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এ এফ মিসবাউজ্জামানের পরিচালনায় মতবিনিময় সভাটি গত ৫ জানুয়ারি সন্ধ্যায় জ্যামাইকার পানসি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক মোহাম্মদ ঈশা খান সুলতান। সম্মানীত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জিল্লুর রহমান জিল্লু, আহবাব চৌধুরী খোকন, ফয়েজ চৌধুরী, আবু সাঈদ আহমেদ। এ ছাড়াও আরো যারা বাংলাদেশে যাচ্ছেন তারা সবাই তাদের অনুভূতি শেয়ার করেন।

জিল্লুর রহমান জিল্লু বলেন, গত ২১ বছর বাংলাদেশে যেতে পারিনি। এবার দেশ স্বাধীন হয়েছে। তাই প্রিয় জন্মভূমি বাংলাদেশে যাচ্ছে। তিনি বলেন, সিলেট থেকে জাতীয় সংসদ নির্বাচনের ইচ্ছা রয়েছে। মনোনয়নও ক্রয় করবো।

একই অভিমত ব্যক্ত করেন আহবাব চৌধুরী খোকন ও আবু সাঈদ আহমেদ। ফয়েজ চৌধুরী স্থানীয় পৌরমেয়র নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন। সবারই টার্গেট আত্মীয় স্বজনকে দেখা এবং আগাম নির্বাচনী মাঠ ওয়ার্মআপ করা। তবে প্রত্যেকেই বলেন, এটা নির্বাচন করছে দলীয় সিদ্ধান্তের উপর।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন যুব দল নেতা আমানত হোসেন আমান।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)