শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজে নিয়েছে: রিজভী


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 25-12-2024

শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজে নিয়েছে: রিজভী

‘ঢাকাসহ সারাদেশে ‘চুরি-ডাকাতি-ছিনতাই’ বৃদ্ধি প্রশাসনের সমন্বয়হীনতার কারণেই’ বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। গত সোমবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলে ধরে এই মন্তব্য করেন।

তিনি বলেন, আজকে চার মাস, সাড়ে চার মাস হতে চললো, এর মধ্যে কেন ছিনতাইকারী বেড়ে যাবে, ছিনতাইকারীর ছুরিতে ৯ জন লোক রাজধানী ঢাকায় মারা গেল। কেন আজকে পাড়া-মহল্লায় ছিনতাইয়ের প্রকোপ বেড়েছে, চুরি-ডাকাতি বেড়ে গেছে? তাহলে কীভাবে প্রশাসন চলছে? অনেকে বঞ্চিত ছিলেন, অনেকের প্রমোশন হয়েছে, অনেক কিছুই হয়েছে। তাহলে কেন অথরিটি প্রয়োগ করতে পারছেন না, প্রশাসনের কর্তৃত্ব বজায় রাখতে পারছেন না। তার মানে প্রশাসনের যে কো-অর্ডিনেশন, সেই কো-অর্ডিনেশনটা, সেই সমন্বয়নটা ঠিকমতো হচ্ছে না।

রিজভী বলেন, আপনাদের (অন্তর্বর্তীকালীন সরকার) কাছে প্রত্যাশা হচ্ছে একটা শান্তির শহর হবে। কারণ এখন তো আর ছাত্রলীগ নেই, এখন তো যুবলীগ নেই, তাহলে এটা হবে কেন? এই পরিস্থিতি আসবে কেন?’ উপদেষ্টারা অনেক কথা বলছেন, অনেক বড় বড় কথা বলছেন এবং আমরা যদি কিছু বলি, আমাদের উল্টো সবক দিচ্ছে যে, আপনারা ৫৩/৫৪ বছর কিছু করতে পারেননি, এখন আমরা করছি। আরে বাবা, সারা পৃথিবীর অর্জন তো রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে, যুদ্ধ তো হচ্ছে পলিটিক্যাল মুভমেন্টের এক্সনেটনশন। যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এটাও তো রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত এই অর্থে একজন মেজর ঘোষণা দিয়েছেন, তারপরে সরকার গঠন হয়েছে, তারা নেতৃত্ব দিয়েছেন, জিয়াউর রহমানরা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিলের অনুষ্ঠান হয়। গত কয়েকদিন ধরে খালেদা জিয়া গুলশানের বাসা ‘ফিরোজা’য় অসুস্থ। এই অসুস্থতার কারণে ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ তিনি যেতে পারবেন না বলে ওই সমাবেশ স্থগিত করা হয়।

‘অনেক গুমের সহযোগী ছিল ভারত’

রিজভী বলেন, এই যে গুম কমিশনের কাছ থেকে অনেক তথ্য পাচ্ছি। অনেক গুমের সহযোগী ছিল ভারত। আজকে অনেক লোককে ওখান থেকে ছাড়ছে- এখন এটার ব্যাপারে তো একটা তদন্ত হওয়া উচিত। এই যে লোকগুলোকে ছাড়ছে, তাহলে কি এরা ভারতে গুম ছিল। শেখ হাসিনার গুমের সহযোগী ছিল পার্শ্ববর্তী দেশ ভারত, তার প্রমাণ তো আমাদের স্থায়ী কমিটির মেম্বার সালাহউদ্দিন আহমেদ। বাংলাদেশে সে দুই মাস গুম থাকলো, তারপর তাকে পাওয়া গেল ভারতে। মানে বন্ধুত্ব, প্রেম, স্বামী-স্ত্রীর সম্পর্কটা এতো নিবিড় ছিল যে, শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে এবং এই দায় নিতে গিয়ে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করা, বিরোধীদলশূন্য করার ক্ষেত্রে ভারতের কর্তৃপক্ষের যে দায় নেই এটা অস্বীকার করা যাবে না।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছে তাদের নিয়ে আপনারা কাজ করুন। পার্শ্ববর্তী দেশ কিন্তু বসে নেই। তারা নানা ধরনের একটা পর একটা দাবার চাল দিতে থাকবে এবং দাবার চাল যদি বুঝতে না পারেন, তাহলে দেশের কিন্তু অনেক ক্ষতি হবে।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম-মহাসচিব আবদুস সালাম আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতসহ রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)