সাংবাদিক ফয়েজকে সিনিয়র সহকারী পদে নিয়োগ


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 06-12-2024

সাংবাদিক ফয়েজকে সিনিয়র সহকারী পদে নিয়োগ

ইংরেজি দৈনিক পত্রিকা নিউ এজের সাংবাদিক ফয়েজ আহমেদকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিনের আদেশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফয়েজ আহমেদকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।  জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপন বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তির মাধ্যমে চূড়ান্ত করা হবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)