ভারতে বাংলাদেশের একটি উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশের পতাকায় আগুন


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 02-12-2024

ভারতে বাংলাদেশের একটি উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশের পতাকায় আগুন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।  'হিন্দু সংঘর্ষ সমিতি' নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুরে হামলার এই ঘটনা ঘটে। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ভারতের আইনশৃংখলাবাহিনীর তৎপর হলে এমন হামলা এড়ানো যেত বলে খবর বেড়িয়েছে।

ওই ঘটনার সময়কার কিছু ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুনও ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় ঢাকা কঠোর প্রতিবাদ করেছে। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)