বাংলাদেশে বাংলা ট্রাভেলের ২৪ ঘণ্টার সার্ভিস চালু


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 27-11-2024

বাংলাদেশে বাংলা ট্রাভেলের ২৪ ঘণ্টার সার্ভিস চালু

বাংলাদেশেও বাংলা ট্রাভেলের ২৪ ঘণ্টার সার্ভিস চালু হয়েছে। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের শাখা খোলা হয়েছে বাংলাদেশে। যা চলছে সাত দিনে ২৪ ঘণ্টা। গত ২৫ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এক সংবাদ সম্মেলনে বাংলা ট্রাভেলের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ বেলায়েত হোসেন এই ঘোষণা দেন। সোনিয়ার উপস্থাপনায় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেবিবিএর প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সজল, ইমন ও নীরব।

তিনি বক্তব্যে বেলায়েত হোসেন বলেন, দীর্ঘ পথচলায় আপনাদের ভালোবাসা আর আস্থায় আজ বাংলা ট্রাভেল নিউইয়র্কে এক পরিচিত নাম। বাংলা ট্রাভেল তার পঁচিশ বছরের যাত্রা পথের এই পর্যায়ে, কেবল নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ছাড়াও সেবার পরিসর বাড়াতে, গত ৭ নভেম্বর ২০২৪ বাংলা ট্রাভেল, ঢাকার বনানীতে বাড়ি নম্বর-০৯, রোড নম্বর-১৭, ব্লক-ই, তার একটি শাখা অফিস উদ্বোধন করে। এই শাখা উদ্বোধনের মধ্য দিয়ে বাংলা ট্রাভেল বাংলাদেশ থেকেও দিনরাত ২৪ ঘণ্টা সপ্তাহের সাত দিন নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা দিয়ে যাবে। এখন থেকে বাংলাদেশে থেকেও আমাদের বনানী অফিসে বা ফোনে একই সেবা নিতে পারছেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভাইবোনদের জন্য এ সেবা দিতে পেরে বাংলা ট্রাভেল সত্যিই আনন্দিত ও গর্বিত। একই সঙ্গে আমি নিজেকে আরো গর্বিত মনে করছি এই ভেবে যে, বাংলা ট্রাভেল তার কমিউনিটির সম্মানিত গ্রাহকদের সেবা দেওয়ার পাশাপাশি, নিউইয়র্কের মতো বাংলাদেশেও কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পেরেছে।

তিনি আরো বলেন, বাংলা ট্রাভেলের এই দীর্ঘ পথচলা কখনো মসৃণ ছিল না। প্রতিযোগিতার বাজারে, নিজেদের প্রতিষ্ঠিত করতে, টক্কর দিতে হয়েছে সব রাঘব-বোয়ালদের সঙ্গে। বাংলা ট্রাভেলই বাংলা কমিউনিটির একমাত্র বাঙালি মালিকানাধীন প্রতিষ্ঠান, যারা পৃথিবীর প্রায় সব এয়ারলাইনসের সরাসরি স্টেকহোল্ডার এবং প্রায় সব এয়ারলাইনসের সঙ্গেই আছে ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ। এটি যেমন বাংলা ট্রাভেলের গর্ব, তেমনি বাংলাদেশি কমিউনিটির জন্যও এটি একটি অহংকারও বটে। বাংলা ট্রাভেল পৃথিবীর বিভিন্ন এয়ারলাইনসকে বছরে প্রায় ২০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা দিয়ে থাকে। সেল ভলিউম, স্টক ও গুনগত সেবা ব্যবস্থাপনার কারণে ডিজিটাল ওয়ান ট্রাভেল তথা বাংলা ট্রাভেল এখন এয়ারলাইনসগুলোর কাছে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম কিন্তু তারপরেও প্রতিনিয়ত এই প্রতিষ্ঠানটিকে লড়তে হয় ন্যশনাল টেরিটরি সিন্ডিকেটের বিরুদ্ধে। তবে আমরা চাইলেই একসঙ্গে ব্যবসা করে, আমাদের বাংলা কমিউনিটির ব্যবসায়িক অবস্থান আরো শক্তিশালী করে তুলতে পারি। আপনারা জেনে আশ্চর্য হবেন যে, পাক-ভারত উপমহাদেশের ট্রাভেল এজেন্ট ব্যবসার শতকরা ৯৯ ভাগই বাংলাদেশের প্রতিবেশী একটি রাষ্ট্রের ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে। শতভাগের মাত্র এক ভাগ ব্যবসা আমরা বাংলাদেশি এজেন্টরা করে থাকি। আলহামদু লিল্লাহ এর মধ্যে বাংলা ট্রাভেল অন্যতম। আমি বাংলা কমিউনিটির সব ট্রাভেল এজেন্ট ভাইদের আহ্বান করবো, যারা প্রতিবেশী রাষ্ট্রের ব্যবসায়ীদের সহযোগিতায় ব্যবসা করেন, আসুন আমরা আমাদের অবস্থান আরো সুদৃঢ় করি। আপনাদের সার্বিক সহযোগিতায় বাংলা ট্রাভেল সদা প্রস্তুত। পরিশেষে আমি বলতে চাই, বাংলা ট্রাভেল নামটি শুধু একটি প্রতিষ্ঠান না দুটি শব্দ নয়, এটি একটি সম্পর্ক এবং আস্থার নাম। সেই প্রতিশ্রুতির বলে বলীয়ান হয়ে বাংলা ট্রাভেল বিগত ২৫ বছর ধরে যেমন আপনাদের পাশে ছিল, ২৫ বছর পরেও তেমনি আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)