সেলিম-আলী পরিষদের উদ্যোগে বিজয় উৎসব


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 13-11-2024

সেলিম-আলী পরিষদের উদ্যোগে বিজয় উৎসব

গত ২৭ অক্টোবর বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সেলিম -আলী পরিষদের নিরঙ্কুশ বিজয় অর্জনে সেলিম-আলী প্যানেলের সমর্থক, শুভাকাঙ্খী বিজয় উৎসব ও নৈশ ভোজের আয়োজন করে। বিজয় উৎসব ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয় উডসাইডের তিব্বত পার্টি হলে গত ১১ নভেম্বর সন্ধ্যায়। বিজয় উৎসবে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম বক্তব্যের শুরুতেই উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। সে সাথে ১৯৭৫ সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ সোসাইটিরকে এপর্যায়ে নিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানান। আতাউর রহমান সেলিম বলেন, নির্বাচন দুটি প্যানেল হয়েছে। এখন থেকে আর কোন প্যানেল নেই। তিনি বলেন, আমাদের কাজ এখন নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন। বিশেষ করে বাংলাদেশ কমপ্লেক্স হউক অথবা কমিউনিটি সেন্টার যাই বলেন।

কাহ নেওয়াজ এই প্যানেলকে নির্বাচিত করার জন্য বাংলাদেশীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সংগঠনকে এগিয়ে নেয়ার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই প্যানেলের কেন্দ্রীয় আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব কাজী তোফায়েল ইসলাম ও সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ। শুভেচ্ছা বক্তব্যের পুর্বে সোসাইটির বর্তমান সভাপতি আব্দুর রব মিয়া অনুষ্ঠানস্থলে এসে নির্বাচিত কমিটির সাথে মঞ্চে উপবিষ্ট হলে এক অন্য রকম দৃশ্যের সৃষ্টি হয়। তিনি শুভেচ্ছা বক্তেব্য নতুন কমিটিকে ধন্যবাদ জানান এবং সোসাইটির স্বার্থে নতুন কমিটিকে সকল প্রকার সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তেব্য রাখেন নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভপতি কামরুজ্জামান কামরুল। মঞ্চে উপস্থিত ছিলেন সেলিম আলী পরিষতের প্রধান সমন্বয়কারী আজহারুল হক মিলন, চেয়ারম্যান আজমল হোসেন কুনু এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)