কম্যুনিটির প্রিয়মুখ দেবাশীষ দাস বাবলু আর বেঁচে নেই


আকবর হায়দার কিরণ , আপডেট করা হয়েছে : 13-11-2024

কম্যুনিটির প্রিয়মুখ দেবাশীষ দাস বাবলু আর বেঁচে নেই

নিউ ইয়র্ক প্রবাসী এবং অত্যন্ত সুপরিচিত দেবাশীষ দাস বাবলু গত ১০ নভেম্বর পরলোক গমন করেছেন। গত ৯ নভেম্বর ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার হাসপাতাল থেকে তাঁকে ব্রঙ্কসের এক রিহ্যাবে স্থানান্তর করা হয়। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র কয়েক মাসের মধ্যে লড়াই করে শেষ পর্যন্ত জীবনের অধ্যায় শেষ হয়ে গেলো। বব দাসের বাল্যবন্ধু আবু নছর মিনার আটলান্টিক সিটির পরিবারকে রেখে দিনের পর দিন তাঁর কস্টের সময় কাটিয়েছেন শেষ মুহুর্ত পর্যন্ত। বব দাসের বয়স হয়েছিলো ৬৪ বছর। 

বব দেবাশীষ দাস বাবলু ৯৪ সালে নিউ ইয়র্ক প্রবাসী হন স্ত্রী রুমা দাসসহ। ফেনীর মাস্টার পাড়ার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান বাবলু সবার কাছে সর্বজন প্রিয় ছিলেন শৈশব থেকে। ফেনী সমিতি নিউ ইয়র্কের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন এবং সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির প্রতিষ্ঠাাতা প্রেসিডেন্ট ছিলেন। নিউজ পোর্টাল গ্লোব বাংলা ডটকম এর প্রধান সম্পাদক ছিলেন। তিনি গুরুচক্র পরিবার ইউএসএস ইনক এর প্রতিষ্ঠাাতা সভাপতি ছিলেন। থাকতেন জ্যাকসন হাইটসে। তার একমাত্র অটিস্টিক সন্তান জয় এখন মা বাবা ছাড়া একেবারে অন্য জগতে। 

সাকিল মিয়ার গ্রাফিক্স ওয়ার্ল্ডে প্রিয় জায়গা ছিলো ববের কিন্তু সেখানেই তাঁর প্রয়ানের খবরটা সেখানেই এলো। বছরের পর বছর সাকিল মিয়ার ইফতার পার্টিতে অন্যতম অতিথি বব এখানে আর আসবেননা।

বুধবার ১৩ নভেম্বর বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শেষ দর্শন ও শেষকার্যাদী সম্পন্ন করা হবে। অনুষ্ঠান আয়োজিত হবে কপলা মিগলিওর ফিউনারেল চ্যাপেল এ, ঠিকানা হলো ৪৯-০১ ১০৪ স্ট্রীট, করোনা, নিউ ইয়র্ক ১১৩৬৮। এই শেষ যাত্রানুষ্ঠানে সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাংখীদের উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)