ওজন পার্কে লায়ন্স ক্লাবের ব্লাঙ্কেট বিতরণ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 13-11-2024

ওজন পার্কে লায়ন্স ক্লাবের ব্লাঙ্কেট বিতরণ

মানুষ মানুষের জন্যে- এ মতাদর্শে বিশ্বাসী নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে শীতার্ত প্রবাসীদের মাঝে ৩ শতাধিক ব্লাঙ্কেট বিতরণ করা হয়েছে। ১২ নভেম্বর মঙ্গলবার ১১৭৭ লিবার্টি এভিনিউ, ওজন পার্ক, ব্রুকলিনস্থ ‘স্টার ফার্নিচার’ শো-রুমের সামনে আয়োজিত এই ব্লাঙ্কেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট লায়ন রকি আলিয়ান। পরিচালনায় ছিলেন ব্লাঙ্কেট বিতরণ কার্যক্রমের কনভেনর লায়ন মাসুদ রানা তপন ও মেম্বার সেক্রেটারি লায়ন এএসএম উদ্দিন (পিন্টু)।

সভাপতি রকি আলিয়ান তার উদ্বোধনী বক্তব্যে বলেন, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব মানব কল্যাণে নানা ধরনের কর্মসূচি পালন করে আসছে। অতীতের সেই ধারাবাহিকতায় বর্তমান ক্লাব সদস্যদের সহযোগিতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। কিছুদিন পূর্বেও ব্লাড ডোনেশনসহ নানা কর্মসূচি করেছি।ব্লাঙ্কেট বিতরণ কার্যক্রমকে আমরা কয়েটি ভাগে ভাগ করেছি, ধারাবাহিকভাবে এই কার্যক্রম নিউইয়র্কের বিভিন্ন এলাকায়ও চলবে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের লায়ন্স ডিস্ট্রিক্ট ২০ আর-টু এর বর্তমান ফাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন আসেফ বারী টুটুল, ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন এড. মতিউর রহমান, পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ, পাস্ট প্রেসিডেন্ট লায়ন আহসান হাবীব, ক্লাব সেক্রেটারি লায়ন জেএফএম রাসেল, ক্লাব ট্রেজারার লায়ন ফেমড রকি প্রমুখ।

অনুষ্ঠানে ক্লাব সদস্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন লায়ন হাসান জিলানী, লায়ন এমএস আলম, লায়ন আনিসুল ইসলাম টনি, লায়ন জাহাঙ্গীর আলম জয়, লায়ন ডা. হক, লায়ন এজাজুল ইসলাম নাঈম, লায়ন কাজী লিপি, লায়ন জসিম উদ্দিন প্রমূখ।

সুশৃঙ্খল ও স্বত:স্ফূর্তভাবে ৩ শতাধিক নারী-পুরুষগণ এই কর্মসূচিতে ব্লাঙ্কেট গ্রহণ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট লায়ন রকি আলিয়ান’র জন্মদিবস উদযাপনে কেক কাটা হয়। এসময় ক্লাব সদস্যরা তার সুস্থ্য জীবন ও দীর্ঘায়ু কামনা করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)