সন্ত্রাসীদের এ দেশের মাটিতে জনগণ আর দেখতে চায় না- চরমোনাইর পীর


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 08-11-2024

সন্ত্রাসীদের এ দেশের মাটিতে জনগণ আর দেখতে চায় না- চরমোনাইর পীর

স্বাধীনতার পর ৫৩ বছর ধরে যারা বাংলাদেশের সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে, তাদের ক্ষমতায় বসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়নের দাবিতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এ সমাবেশের আয়োজন করে।

ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘গত ৫ আগস্ট আমরা দেশ স্বাধীন করেছি। স্বাধীনতার ৫৩ বছরে যারা বাংলাদেশের সিংহাসনে বসে সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে, তাদের ক্ষমতার মসনদে বসতে দেওয়া হবে না। মানুষ যখন তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করে আওয়াজ তুলেছে, তখন তাদের বুকের ওপর গুলি করেছে এই ক্ষমতাসম্পন্ন খুনি। সন্ত্রাসীদের এ দেশের মাটিতে জনগণ আর দেখতে চায় না।’


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)