আমেরিকায় ১১তম ইসলামি শিল্প উৎসবের আয়োজন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 06-11-2024

আমেরিকায় ১১তম ইসলামি শিল্প উৎসবের আয়োজন

আমেরিকায় ১১তম শিল্প উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ৯ ও ১০ নভেম্বর টেক্সাসের ইউনিভার্সিটি অব হোস্টনে উৎসবটি অনুষ্ঠিত হবে। ইসলামিক আর্ট সোসাইটি এই শিল্প উৎসবের আয়োজন করেছে। সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পী ও শিল্পপ্রেমীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ‘ইসলামি শিল্প উৎসব’ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও প্রাচীন ইসলামি শিল্পের উৎসব।

দুই দিনব্যাপী শিল্প উৎসবে থাকবে ইসলামি শিল্পকর্মের প্রদর্শনী, চলচ্চিত্র উৎসব, কমেডি শো ও সুফিগানের আয়োজন। আয়োজকরা আশা করছেন, সমগ্র আমেরিকায় ইসলামি শিল্প প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক দশক যাবৎ শিল্প উৎসবটি আমেরিকার শিল্পী ও শিল্প উমোদীদের দৃষ্টি আকর্ষণ করে আসছে, বিশেষ করে তাদের মধ্যে সংযোগ, সহযোগিতা ও আলাপের সুযোগ করে দিয়েছে।

এটি শিল্পীদের মধ্যে যোগাযোগ তৈরি, সহযোগিতা বৃদ্ধি ও পরস্পরকে অনুপ্রাণিত করার একটি প্ল্যাটফর্মও বটে। এছাড়া এখানে তরুণ ও শিক্ষানবিস শিল্পীরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ লাভ করে।

২০২৪ সালের উৎসবে স্পেনের ‘আল ফিরদাউস এনসেম্বল’ (সাংস্কৃতিক সংগঠন), আমেরিকার বিখ্যাত মুসলিম কমেডিয়ান প্রিচার মোস অংশ নেবেন। উৎসবে আগ্রহীদের জন্য ইসলামি শিল্পকলার ওপর কর্মশালা থাকবে।

উৎসবে ৫০ জন শিল্পীর ৫ হাজারেরও বেশি শিল্পকর্ম এতে প্রদর্শন করা হবে। দর্শনার্থীরা তা দেখার ও কেনার সুযোগ পাবেন। ফলে তারা বিভিন্ন ধরনের শিল্পকর্ম ও ইসলামি সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। এছাড়া উপস্থিত ক্যালিগ্রাফি তৈরি, মেহেদি দেওয়া, পেইন্টিং করানোর সুযোগ থাকবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)