ব্যারিষ্টার সুমন গ্রেপ্তার


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 22-10-2024

ব্যারিষ্টার সুমন গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁকে পুলিশ গ্রেফতার করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাসসকে জানান, ব্যারিস্টার সুমন আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা রয়েছে। এছাড়াও মিরপুর থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা আছে।

গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের প্রার্থী এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করে হবিগঞ্জ-৪ আসনে নির্বাচিত হন তিনি।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)