২০২৫ সাল থেকে ২.৫ শতাংশ সুবিধা বৃদ্ধির ঘোষণা সোশ্যাল সিকিউরিটির


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 16-10-2024

২০২৫ সাল থেকে ২.৫ শতাংশ সুবিধা বৃদ্ধির ঘোষণা সোশ্যাল সিকিউরিটির

সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এবং সম্পূরক সিকিউরিটি ইনকাম (এসএসআই) জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ২০২৫ সাল থেকে ৭২.৫ মিলিয়নেরও বেশি আমেরিকানের জন্য ২.৫ শতাংশ সুবিধা বাড়ানো হবে বলে গত ১০ অক্টোবর বৃহস্পতিবার ঘোষণা করেছে সোশ্যাল সিকিউরিটি প্রশাসন। ২০২৫ সালের জানুয়ারি থেকে প্রায় ৬৮ মিলিয়ন সোশ্যাল সিকিউরিটি সুবিধাভোগীকে ২.৫ শতাংশ সুবিধা বেশি পাবেন। এছাড়াও ৭.৫ মিলিয়ন মানুষ যারা এসএসআই সুবিধা গ্রহণ করেন, তাদের সুবিধা প্রদান ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এর ফলে জানুয়ারি থেকে গড়ে সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা মাসে প্রায় ৫০ ডলার বৃদ্ধি পাবে।

জীবনযাত্রার খরচের সামঞ্জস্যের (কোলা) হলো একটি অর্থনৈতিক প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষের আয় বা পেনশন সুবিধা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বাড়ানো হয়। কোলা, মূলত জীবনযাত্রার খরচ বৃদ্ধির (যেমন-খাদ্য, বাসস্থান, এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি) কারণে মানুষের আর্থিক ক্রয়ক্ষমতা যাতে ঠিক থাকে তা নিশ্চিত করার জন্য প্রয়োগ করা হয়।

সোশ্যাল সিকিউরিটি এবং সরকারি পেনশন সুবিধাগুলোতে কোলা, ব্যবহার করা হয় যাতে সুবিধাভোগীরা ক্রমবর্ধমান খরচের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন। কোলা, সাধারণত কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) বা ভোক্তা মূল্য সূচকের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়, যা প্রতিফলিত করে যে নির্দিষ্ট সময়ের মধ্যে মূল্যস্ফীতি কতটা বেড়েছে।

সোশ্যাল সিকিউরিটি কমিশনার মার্টিন ওম্যালি বলেন, সোশ্যাল সিকিউরিটি সুবিধা এবং এসএসআই প্রদান ২০২৫ সালে এই বর্ধিত বেনিফিট লাখ লাখ মানুষকে তাদের খরচ সামলাতে সহায়তা করবে। এমনকি মুদ্রাস্ফীতি কিছুটা কমে এলেও তাদের এ সুবিধা বহাল থাকবে।

অতিরিক্তভাবে, বছরের শুরুতে গড় আয়ের বৃদ্ধির ওপর ভিত্তি করে কিছু অন্যান্য পরিবর্তনও আনা হয়েছে। এর মধ্যে সোশ্যাল সিকিউরিটি করের জন্য সর্বাধিক আয়যোগ্য পরিমাণ ১ লাখ ৬৮ হাজার ৬০০ ডলার থেকে ১ লাখ ৭৬ হাজার ১০০ ডলার বাড়ানো হয়েছে।

সোশ্যাল সিকিউরিটি প্রশাসন ডিসেম্বরের শুরুর দিকে সুবিধাভোগীদের তাদের নতুন সুবিধার পরিমাণ সম্পর্কে জানানো শুরু করবে। এই বছর, প্রথমবারের মতো, সোশ্যাল সিকিউরিটি সুবিধাভোগীদের প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া সহজ করতে একটি নতুন ডিজাইন করা কোলা নোটিশ পাবেন। নতুন কোলা নোটিশ এখন শুধু একটি পৃষ্ঠা, এতে সাধারণ এবং ব্যক্তিগত ভাষা ব্যবহার করা হয়েছে। এতে ব্যক্তির নতুন সুবিধার পরিমাণ এবং যে কোনো কাটতি সঠিক তারিখসহ উল্লেখ করা হয়েছে। যাদের ব্যক্তিগত ‘মাই সোশ্যাল সিকিউরিটি’ অ্যাকাউন্ট আছে, তারা তাদের কোলা নোটিশ অনলাইনে দেখতে পারবেন, যা নিরাপদ, সহজ এবং মেইলে চিঠি পাওয়ার চেয়ে দ্রুত।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)