তারেক রহমানের মামলা প্রত্যাহারে আলটিমেটাম


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 16-10-2024

তারেক রহমানের মামলা প্রত্যাহারে আলটিমেটাম

তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের আলটিমেটাম দিলো জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের ওই দাবি জানিয়েছেন তারা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত ১৪ অক্টোবর সোমবার এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে লিখিত বক্তব্য দেন সংগঠনের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। অন্যথায় আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।’

লিখিত বক্তব্যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র-জনতা দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এ সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছে বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলাই রাজনৈতিক। ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা মামলার ফরমায়েশি রায়ও ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘কিন্তু অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা লক্ষ করছি, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা এসব রাজনৈতিক মামলার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

জয়নুল আবেদীন হুঁশিয়ারি দিয়ে বলেন, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার না করলে আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার আসামি পলাতক শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি আমাদের দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দেশে গণতন্ত্র প্রত্যাবর্তন, তথা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন।

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, উচ্চ আদালতের অনেক বিচারক কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গকারী দলবাজ ওই বিচারপতিদের অপসারণের দাবি অব্যাহত রয়েছে।

সুপ্রিম কোর্ট বার সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘দলবাজ বিচারপতিদের অপসারণে বিএনপি দাবি জানিয়েছে। আমরাও এ দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছি।’

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)