ডিজিএফআই’র নতুন ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর আলম


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 14-10-2024

ডিজিএফআই’র নতুন ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর আলম

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জাহাঙ্গীর আলম। অন্যদিকে ডিজএফআই’র বর্তমান ডিজি মেজর জেনারেল ফয়জুর রহমানকে লে. জেনারেল পদে পদোন্নতি দিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) ডিজিএফআই’র প্রধান পদে পরিবর্তন আনা হয়।

২৪ ইনফ্রেন্টি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাইনুর রহমানকে লে. জেনারেল পদোন্নতি দিয়ে আর্টডক-এর জিওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও আরও বেশ কয়েকটি পদে রদবদল করা হয়েছে।

গত ১২ আগস্ট মো. ফয়জুর রহমানকে ডিজিএফআইর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি মেজর জেনারেল হামিদুল হকের স্থলাভিষিক্ত হন। দুই মাসের মাথায় গুরুত্বপূর্ণ এই পদে আবার রদবদল করা হলো।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)