দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 03-10-2024

দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী

দেশে ফিরেছেন আলোচিত ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ খবর জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দোয়ার নিবেদন।’

দীর্ঘ চার বছর পর দেশে ফিরছেন তুমুল জনপ্রিয় এই ইসলামি আলোচক। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি। তখন তিনি এক ফেসবুক পোস্টে বলেন, ‘পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য’ তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন।

কিন্তু তার দেশে না ফেরা ও চলে যাওয়ার পেছনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রোরোচনা ছিল বলে জানা গেছে। ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এ ইসলামী বক্তার বক্তব্যে মানুষ খুব দ্রুত মটিভেটেড হয় এমন চিন্তা থেকেই তার বিরুদ্ধে দেশ ত্যাগের বা দেশ ছেড়ে চলে যাবার বিষয়টি কাজ করেছে বলে গুঞ্জন রয়েছে।

তবে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদে রাশেদ খান মেননের দেওয়া এক বক্তব্যে দেখা গেছে, তিনি আজহারীর দেশ ছাড়ার সুযোগ নিয়ে খুবই উত্তেজিত হয়ে পড়েন। বক্তব্যে তিনি মিজানুর রহমান আজহারী কী করে নির্বিঘ্নে মালয়েশিয়া চলে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)