বিএনপির দাবি হাসিনাকে ফিরিয়ে আনার, আ.লীগের দাবি ইউনূসের পদত্যাগ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 02-10-2024

বিএনপির দাবি হাসিনাকে ফিরিয়ে আনার, আ.লীগের দাবি ইউনূসের পদত্যাগ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়ে জাতিসংঘ সদর দফতরের সামনে সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, রাষ্ট্র সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচন দেবে অন্তর্র্বর্তী সরকার। এছাড়া গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দেশে ফিরিয়ে এনে বিচার’ করার দাবিও জানান বিএনপি নেতারা। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠন। গত ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যখন ভাষণ দিচ্ছিলেন তখন বিএনপি স্বাগত সমাবেশ এবং আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করে। বিএনপি ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে এবং বিগত সরকারের গুম, হত্যা ও নির্যাতনের প্রতিবাদ করতে থাকে। তারা বলেন, অভিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। অন্যদিকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, ড. মুহাম্মদ ইউনূস অবৈধ সরকার। এই সরকারের কোনো অধিকার নেই জাতিসংঘে ভাষণ দেওয়ার। দুই দলের সমাবেশেই নিউইয়র্ক ছাড়া অন্য স্টেটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিএনপির সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ভূইয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক নাহিদ খান সাহেল, বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, নিউইয়র্ক মহানগর সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, আনোয়ার হোসেন, রিয়াজ আহমেদ জুয়েল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমেদ, ইলিয়াস খান, ওয়শিংটন বিএনপির সভাপতি হাফিজ খান সোহোয়েল, নিউজার্সি বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী, বিএনপি নেতা এবাদ চৌধুরী, আতিকুল হক আহাদ, মিজানুর রহমান, রুহুল আমিন নাসের, দেওয়ার কাউসার, যুক্তরাষ্ট্র শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, ফ্লোরিডা স্টেট বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরানুল হক চাকলাদার প্রমুখ।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন বলেন, আমরা আশা করি, বিশ্বের রাষ্ট্রপ্রধানরা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে সাড়া দেবেন এবং বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে নিশ্চয়ই এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অন্তর্র্বর্তীকালীন সরকার একটি যৌক্তিক সময়ে সংস্কারগুলো করবেন এবং যৌক্তিক সময়ে বাংলাদেশের মানুষের যে দাবি গণতন্ত্র ভোটের অধিকার সেটি ফিরিয়ে দেবেন।

বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন, প্রত্যেকটা দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সেখানে অবস্থান করছিলেন এর মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি শুধু বাংলাদেশের নেতা নন তিনি একজন বিশ্বনেতা। আমরা গর্বিত তার মতো একজন সরকারপ্রধান পেয়ে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জাতিসংঘের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। ড. ইউনূস নেতৃত্বাধীন সরকারকে ‘অবৈধ ও অনির্বাচিত সরকার’ দাবি করে এর প্রতিবাদে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। তারা শেখ হাসিনার পক্ষেও নানা স্লোগান দেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে দলের নেতাকর্মী এই সমাবেশে যোগ দেন। বিক্ষোভে অন্যদের মধ্যে উপস্থিত ছিলের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা, সোলায়মান আলী, দরুদ মিয়া রুনেল, শাহানারা রহমান, আক্তার হোসেন, মমতাজ শাহনাজ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইবকাল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ রঞ্জন কর, মোহাম্মদ আলী সিদ্দিকী, অ্যাডভোকেট শাহ বখতিয়ার, শাখাওয়াত বিশ্বাস, সেবুল মিয়া, নূরুল আমিস বাবু, শিবলী সাদিক, মজিবর রহমান মিয়া, শাখাওয়াত আলী, মহিউদ্দিন দেওয়ান, হাজি এনাম, আক্তার হোসেন, আব্দুল হাসিব মামুন, মুহাম্মদ ফজলুর রহমান, ফরিদ আলম, মিসবাহ আহমেদ, তরিকুল হায়দার চৌধুরী প্রমুখ।

এছাড়াও অন্যান্য স্টেট থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)