ইমিগ্র্যান্টরা মার্কিন শ্রম সংকট পূরণে গুরুত্বপূর্ণ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 25-09-2024

ইমিগ্র্যান্টরা মার্কিন শ্রম সংকট পূরণে গুরুত্বপূর্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় প্রতি সাতজনের একজনই অভিবাসী। ২০২৩ সালের আমেরিকান কমিউনিটি সার্ভের নতুন বিশ্লেষণ থেকে জানা গেছে, বৈধ ও অবৈধভাবে বসবাসকারী অভিবাসীরা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শিল্পে কাজ, ব্যবসা শুরু করা এবং কর প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। শুধু ২০২৩ সালেই অভিবাসী পরিবারগুলো ৫৭৯.১ বিলিয়ন ডলার ট্যাক্স ফেডারেল, স্টেট এবং স্থানীয় সরকারকে প্রদান করেছেন। মোট সংগ্রহ করা করের প্রায় ছয় ভাগের এক ভাগ কর অভিবাসীরা প্রদান করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা, কৃষি, নির্মাণ এবং উদ্যোক্তাবিদ্যায় অভিবাসীদের অবদানের বিস্তারিত তুলে ধরা হলো-

স্বাস্থ্যসেবা:

ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্সের তথ্যানুযায়ী, ২০৩৬ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩৪ হাজার ৯৪০ জন স্বাস্থ্যসেবা প্রদানকারীর ঘাটতি থাকবে। অভিবাসীরা ইতিমধ্যে এ ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জাতীয়ভাবে, সব নার্সের ১৫.৬ শতাংশ এবং সব স্বাস্থ্য সহায়কের ২৭.৭ শতাংশ অভিবাসী। নিউইয়র্ক এবং নিউ জার্সিতে অর্ধেকেরও বেশি স্বাস্থ্য সহায়ক বিদেশে জন্মগ্রহণ করেছেন। পাঁচটি রাজ্যে (ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড, নিউইয়র্ক এবং ফ্লোরিডা) প্রতি চারজন নার্সের মধ্যে একজন অভিবাসী।

কৃষি:

যদিও কৃষি, খাদ্য এবং খাদ্যসম্পর্কিত শিল্পগুলো ২০২৩ সালে মার্কিন জিডিপিতে প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলার অবদান রেখেছে। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমানভাবে আমদানি করা পণ্যের ওপর নির্ভর করছে। কৃষিকাজে শ্রমিকের ঘাটতি কৃষকদের উৎপাদন বজায় রাখতে সমস্যার সম্মুখীন করছে। কৃষিকাজে অভিবাসী শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষিপণ্যের গ্রেডার এবং সর্টারদের ৫৪.৩ ভাগ অভিবাসী এবং কৃষিশিল্পে সামগ্রিকভাবে ২৫.৩ ভাগ কর্মী অভিবাসী।

নির্মাণ শিল্প:

একইভাবে অভিবাসীরা নতুন বাড়ি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যা উচ্চ আবাসন মূল্যের বোঝা কমাতে সাহায্য করছে। অনেক আমেরিকান শহর আবাসন সংকটের সম্মুখীন। হোম বিল্ডারস ইনস্টিটিউটের ২০২৩ সালের একটি রিপোর্ট অনুসারে, এক্ষেত্রে দক্ষকর্মীর অভাব কেবল এ সমস্যাকে বাড়িয়ে তুলছে। ২০২৫ সালে নির্মাণশিল্পে প্রায় ৫ লাখ কর্মীর ঘাটতি থাকবে বলে অ্যাসোসিয়েটেড বিল্ডার্স অ্যান্ড কন্ট্রাক্টরস ট্রেড অ্যাসোসিয়েশন অনুমান করছে। ২০২২ সালে নির্মাণশিল্পের চারজন কর্মীর মধ্যে একজন ছিল অভিবাসী। ১১টি রাজ্যে এ অনুপাত আরো বেশি ছিল। উদাহরণস্বরূপ, ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসে ৪০ শতাংশের বেশি কর্মী ছিলেন অভিবাসী।

উদ্যোক্তা ও উদ্ভাবন:

অভিবাসীরা শুধু শূন্যপদ পূরণ করেন না, বরং তারা ব্যবসা শুরু করেও সরাসরি চাকরি তৈরি করেন এবং উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অভিবাসীরা মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদের তুলনায় বেশি হারে ব্যবসা শুরু ও পরিচালনা করেন। এ ব্যবসাগুলো আমাদের অর্থনীতিতে অবদান রাখে এবং স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থান প্রদান করে। যদিও অভিবাসীরা মোট জনসংখ্যার মাত্র ১৩.৮ ভাগ। ২০২২ সালে তারা ২২.৬ ভাগ উদ্যোক্তার প্রতিনিধিত্ব করেছেন। এর ফলে ১১০ বিলিয়নের বেশি ব্যবসায়িক আয় সৃষ্টি করেছে।

অবৈধ অভিবাসীরা:

২০২৩ সালের হিসাবে, যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের প্রায় ২১.৬ শতাংশ অবৈধভাবে বসবাস করছে। যাদের বেশির ভাগই কাজ করছে, কর প্রদান করছে এবং আমাদের সমাজে অবদান রাখছে। আরকানসাস, উটাহ, টেনেসি, কানসাস, এবং ওকলাহোমা-এ পাঁচটি স্টেটে প্রতি তিনজন অভিবাসীর মধ্যে একজনের বেশি অবৈধ অভিবাসী। যাতায়াত, কাজ এবং সুযোগের সীমাবদ্ধতা সত্ত্বেও অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের জন্য অবদান রাখতে এবং টিকে থাকতে বিভিন্ন উপায়ে চেষ্টা করছে। ২০২৩ সালে অবৈধ অভিবাসী পরিবারগুলো মোট ৩৫.১ বিলিয়ন ডলার কর প্রদান করেছে। যার মধ্যে ২৫.১ বিলিয়ন ডলার ফেডারেল কর এবং ১৩.৬ বিলিয়ন ডলার স্টেট ও স্থানীয় কর অন্তর্ভুক্ত। অবৈধ অভিবাসীদের ওপর প্রভাব ফেলানো নীতিগুলো যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী আমেরিকানদের ওপরও প্রভাব ফেলে। বর্তমানে প্রায় ৭.৬ মিলিয়ন মার্কিন নাগরিক অবৈধ অভিবাসী পরিবারের সঙ্গে বসবাস করছে এবং ৩.৭ মিলিয়ন মার্কিন নাগরিক শিশু একজন অবৈধ অভিভাবকের সঙ্গে বসবাস করছে। অবৈধ অভিবাসীদের সহায়তাকারী নীতিমালা যেমন-ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডাকা) আবেদনকারীদের আইনত কাজ খুঁজে পেতে এবং অর্থনীতিতে অর্থবহ অবদান রাখার সুযোগ তৈরি করে। ২০২৩ সালে ডাকা আবেদনকারী অভিবাসীদের ৯৬.১ শতাংশ কর্মসংস্থান হার ছিল।

আমেরিকান হওয়া:

যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের অর্ধেকেরও বেশি নাগরিকত্ব অর্জন করেছেন ও তাদের স্থানীয় কমিউনিটিতে স্থায়ীভাবে বসবাস করছে। যারা শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, তারা বিশেষভাবে নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে এগিয়ে রয়েছে। জাতীয়ভাবে ৮০.৮ শতাংশ শরণার্থী নাগরিকত্ব গ্রহণ করেছে। ভার্মন্ট, মন্টানা, ওয়েস্ট ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ার, হাওয়াই, মিনেসোটা এবং নিউইয়র্কে অভিবাসীদের মধ্যে নাগরিকত্বের হার সবচেয়ে বেশি, যেখানে অন্তত ৬০ শতাংশ অভিবাসী নাগরিকত্ব গ্রহণ করেছে। সব দক্ষতার অভিবাসীরা আমাদের অর্থনীতি ও দেশের জন্য অপরিহার্য। কৃষি থেকে প্রযুক্তি পর্যন্ত, মার্কিন যুক্তরাষ্ট্র অভিবাসীদের ওপর নির্ভর করছে শ্রম সংকট কমাতে, উদ্ভাবনকে এগিয়ে নিতে এবং ব্যবসা শুরু করে সব আমেরিকানের জন্য চাকরি তৈরি করতে। আমাদের সর্বশেষ তথ্য দেখায় যে, অভিবাসীরা মার্কিন অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন এবং উল্লেখযোগ্য অবদান রেখেছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)