ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 19-09-2024

ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদ

সাংবাদিক খালেদ মহিউদ্দিন বিশ্ববরেণ্য নোবেলজয়ী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক, অশালীন মন্তব্য করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি নাগরিক সমাজ। অতিসম্প্রতি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সম্পর্কে এ মন্তব্য করেন। এ নিয়ে প্রবাসী নাগরিক সমাজ এক প্রতিবাদ সভার আয়োজন করেন। প্রতিবাদ সভাপতি গত ১০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অর্থ ও বাণিজ্য বিভাগের অধ্যাপক ড. শওকত আলী। উপস্থিত ছিলেন সাংবাদিক মঈনুদ্দিন নাসের, ড. আবুল কাশেম, খোন্দকার ফরহাদ, মোহাম্মদ কিউ জামান, সাংবাদিক তাসের মাহমুদ খান, শাহ আলম দুলাল, জামাল আহমেদ জনি, আব্দুস সবুর, আহমেদ সোহেল, মির্জা আজম, মহিউদ্দিন নাসের, মোহাম্মদ সুরুজ্জামান ও সাংবাদিক সাঈদ তারেক প্রমুখ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)