তানভীর কায়সারকে চূড়ান্তভাবে বহিষ্কার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 18-09-2024

তানভীর কায়সারকে চূড়ান্তভাবে বহিষ্কার

অতি সম্প্রতি ভারতের পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনালাপ ফাঁসের ঘটনায় তোলপাড় বাংলাদেশসহ সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে। এই ফোনালাপ ফাঁসের পরই মোহাম্মদ তানভীর কায়সার ব্যাপক পরিচিতি লাভ করেন। বিশেষ করে তার ’আপা, আপা’ সম্বোধনের বিষয়টি। মূলত এই অভিযোগেই তাকে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যাকসন হাইটস ইউনিটের সাধারণ সম্পাদক পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কারের কথা বলা হয়। বিবিৃতিতে ফোনালাপের বিষয়টি এগিয়ে গিয়ে বহিষ্কারের কারণ হিসাবে উল্লেখ করা হয় বার বার সতর্ক করা সত্ত্বেও সংগঠনের নীতি, আদর্শ, চেতনা ও মূল্যবোধবিরোধী কার্যক্রম এবং সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)