স্টেট ডিপার্টমেন্টে যুক্তরাষ্ট্র আ.লীগের স্মারকলিপি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 28-08-2024

স্টেট ডিপার্টমেন্টে যুক্তরাষ্ট্র আ.লীগের স্মারকলিপি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির সম্মিলিত জোটের উদ্যোগে গত ২৫ আগস্ট ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে এবং স্টেট ডিপার্টমেন্টকে স্মাারকলিপি দিয়েছে। সেই স্মারকলিপিতে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধান ড. মুহাস্মদ ইউনূসকে অসাংবিধানিক এবং দখলদার সরকার হিসাবে দাবি করা হয়। সেই সাথে তার পদত্যাগ দাবি করা হয়। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, গত ৫ আগষ্ট অসাংবিধানিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ এবং দেশ ত্যাগে বাধ্য করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর বর্তমান সরকার দেশে নৈরাজ্যকর পরিবেশের সৃষ্টি করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে, মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে, সংখ্যালঘুদের উপর হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর দখর করা হচ্ছে। সেই সাথে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে। তিনি এই বন্ধের আহবান জানান। এই স্মারকলিপিটি ছিলো ৪ পৃষ্ঠার।

অন্যদিকে গত ২১ আগস্ট বুধবার বাংলাদেশে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ ও অসাংবিধানিক অনির্বাচিত অন্তর্র্বর্তীকালীন দখলদার সরকার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর, জ্বালাও-পোড়াও, খুন, আওয়ামী লীগ নেতাকর্মীসহ সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ড. প্রদীপ রঞ্জন কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার, সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা আব্দুল হাসিব মামুন ও দুলাল মিয়া এনাম। প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ডা. মাসুদুল হাসান, মহিউদ্দিন দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মেরাজ, আব্দুল জলিল, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, গোলাম রব্বানী চৌধুরী, কাজী কয়েস, সোলায়মান আলী, স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, দরুদ মিয়া রনেল, শাহ বখতিয়ার, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নূরুজ্জামান সর্দার, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, বর্তমান সভাপতি ইবকাল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, শাখাওয়াত আলী, টি মোল্লা, শাহানারা রহমান, শেখ আতিকুল ইসলাম প্রমুখ।

অন্যদিকে গত ২৪ আগস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। প্রতিবাদ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করেন। সেই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার আহ্বান জানান।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)