গাজীপুরে মোজাম্মেল,রাসেল জাহাঙ্গীর, আজমতের বিরুদ্ধে হত্যা মামলা


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 23-08-2024

গাজীপুরে মোজাম্মেল,রাসেল জাহাঙ্গীর, আজমতের বিরুদ্ধে হত্যা মামলা

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হকার নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের আ ক ম মোজাম্মেল, জাহিদ আহসান রাসেল , আজমত উল্লাহ ও জাহাঙ্গীর আলম সহ ১১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

গাজীপুর মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হকার আরিফ বেপারি (২৯) নিহতের ঘটনায় এই মামলা হয়।

বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানায় মামলাটি রেকর্ড করা হয়।

মামলায় বাদি হয়েছেন- নিহত আরিফ বেপারির বাবা রজ্জব আলী। তার বাড়ি চাঁদপুর জেলার উত্তর মতলব থানার টরকী কান্দা এলাকায়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)