এক্ষুনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন না খালেদা জিয়া


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 22-08-2024

এক্ষুনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন না খালেদা জিয়া

এক্ষুনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন না সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে তার শারীরিক অবস্থার প্রত্যাশিত উন্নতি ঘটলে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেয়া হবে বলে জানানো হয়েছে।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে বাসায় পৌঁছেছেন। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান। তবে বিদেশে নেওয়ার জন্য যে দীর্ঘ ভ্রমণ, সেটার জন্য এখনো শারীরিকভাবে বেগম খালেদা জিয়া প্রস্তুত নন বলে জানিয়েছেন তার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

 এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আমরা আগেও বলেছি, আজকেও মেডিকেল বোর্ড আবার বসেছে এবং তারা একই ধরনের রিকমেন্ডেশন দিয়েছে। যত দ্রুত সম্ভব যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা জার্মানিতে নিয়ে যাওয়ার কথা বলেছে। তবে সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে। সে জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে।  সে জন্যই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন বাসায় নিয়ে এসেছি।

এখন বাসায় রেখেই চিকিৎসা চলবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)