পাপন ছাড়লেন বিসিবি সভাপতি পদ নতুন সভাপতি ফারুক আহমেদ


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 21-08-2024

পাপন ছাড়লেন বিসিবি সভাপতি পদ নতুন সভাপতি ফারুক আহমেদ

বিসিবি’র নতুন বস জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। একই সঙ্গে পালন করেছেন তিনি প্রধান নির্বাচকের দ্বায়িত্বও।

অপরদিকে এর আগে দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)- এর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। অবশ্য পাপন প্রকাশ্যে এসে ওই পদত্যাগ করেননি। বিগত সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বায়িত্ব পালন করছিলেন  এক যুগের পুরানো পদ বিসিবি সভাপতি হিসেবে। এমপি ও মন্ত্রীত্ব আগেই গেছে ছাত্রজনতা অভ্যুত্থানে।

এবার বিসিবি সভাপতি পদও ছাড়তে বাধ্য হয়েছেন। ইমেইলে পদত্যাগ পত্র পাঠিয়েছেন নাজমুল হাসান পাপন। বিষয়টা ক্রীড়া মন্ত্রনালয় থেকে নিশ্চিত হওয়া গেছে। তার স্থানে নতুন সভাপতির দ্বায়িত্ব দেয়া হয়েছে বিসিবি’র সাবেক নির্বাচক, জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে।


বুধবার বিসিবির নতুন সভাপতি করার ঘোষনা দেয়া হয়।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)