লুটপাটকারীদের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: সাইফুল হক


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 07-08-2024

লুটপাটকারীদের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: সাইফুল হক

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সুযোগে দুর্বৃত্ত ও লুটপাটকারীদের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘূদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয়কে কালিমালিপ্ত করা যাবে না। নারায়ণগঞ্জে গত ৫ আগস্ট বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্য বদিউজ্জামাল নিহত।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা দেশব্যাপী যে নৈরাজ্যিক পরিস্থিতি তৈরি করেছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বিবৃতিতে বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে মতলববাজ কোন মহল যাতে সরকারি বেসরকারি কোন স্থাপনায় হামলা, ভাঙ্গচুর ও লুটপাট করতে না পারে সে ব্যপারে সবাইকে সতর্ক পাহারা বসাতে হবে। তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতিতে প্রতিশোধমূলক কোন তৎপরতায় লিপ্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি ধর্মীয় ও জাতীগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য স্বশস্ত্র বাহিনীসহ জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে এই নৈরাজ্য চলতে দিলে ছাত্র জনতার বিজয় নানাদিক থেকে প্রশ্নবিদ্ধ হবে। তিনি জনগণকে ধৈর্য নিয়ে ঐক্যবদ্ধ থাকতেও উদাত্ত আহ্বান জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের বিদায়ের পূর্ব মুহূর্তে নারায়ণগঞ্জে ছাত্রলীগের স্বশস্ত্র হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্য গার্মেন্টস শ্রমিক বদিউজ্জামাল মর্মান্তিকভাবে নিহত হন। শহীদের মরদেহ তার গ্রামের বাড়ি রংপুরে প্রেরণ করা হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বদিউজ্জামানসহ ছাত্র-জনতার মৃত্যুতে গভীর শোক জানান এবং তাদের স্মৃতির প্রতি সম্মান জ্ঞাপন করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)