‘অভ্যুত্থানকারী ছাত্র জনতার প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 05-08-2024

‘অভ্যুত্থানকারী ছাত্র জনতার প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর কে রাষ্ট্র চালাবে এটা নিয়ে এখন ব্যস্ততা চলছে। সেনাবাহিনী প্রধান একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছে দেশ পরিচালনা করার কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সেটাতে মত রাখতে আগ্রহ প্রকাশ করেছে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘দেশের ভবিষ্যৎ ক্যান্টনমেন্ট থেকে নয়, নির্ধারিত হবে অভ্যুত্থানের মঞ্চ শাহবাগ থেকে।’

তিনি আরেক পোস্টে লিখেছেন, ‘অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর বাইরে কোন সরকার মেনে নেওয়া হবে না।

ফ্যাসিস্ট, খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে, পালানোর সুযোগ দেওয়া হবে না। সন্ধ্যার মধ্যে নিরপরাধ ব্যক্তি, রাজবন্দী ও গুমকৃত ব্যক্তিদের মুক্ত করা হবে।

শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে। চূড়ান্ত বিজয় ছাড়া কেউ রাজপথ ছাড়বেন না।’


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)