জাতির উদ্দেশ্যে ভাষন দেবেন সেনা প্রধান, স্বস্থির আভাস


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 05-08-2024

জাতির উদ্দেশ্যে ভাষন দেবেন সেনা প্রধান, স্বস্থির আভাস

আন্দোলনকারীদের 'মার্চ টু ঢাকা' কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছাত্র জনতার জড়ো হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ সময় পুলিশের সেঙ্গে সংঘর্ষ হওয়ারও খবর মিলেছে। পরিস্স্থিতি বিবেচনা করে সেনা বাহিনী প্রধান জাতির উদ্দেশ্যে ভাষন দেবেন বলে জানিয়েছে আইএসপিআর। প্রথমে ২টায় বললেও পরে বিকেল ৩টায় তিনি ভাষন দেবেন বলে জানানো হয়। এ সময় তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন বলে ঢাকার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

আইএসপিআর ততক্ষন পর্যন্ত সবাইকে ধর্য ধারনের অনুরোধ জানিয়েছে।




প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)