বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবী শেষ পর্যন্ত চুড়ান্ত পর্যায়ে পৌছেছে। এবার তারা রাজনৈতিক দলের মতই ডাক দিয়েছে এক দফার। এর আগে ছিল তাদের ৯ দফা দাবী। কিন্তু শনিবারের বিক্ষোভ সমাবেশ থেকে ৯ দফা থেকে ঘোষনা দিয়েছে এক দফা আন্দোলনের। এর কারন হিসেবে নির্ধারিত সময় ৯ দফা দাবী পূরন না হওয়ায় এই এক দফা দাবীর কথাও বলা হয়। আর ওই এক দফা হলো- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগ।
একই সঙ্গেসবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ কর্মসূচি ও দাবী ঘোষণা করেন।
নাহিদ বলেন, এক দফা দাবিতে রোববার (৪ আগস্ট) সারাদেশে সর্বাত্মক অসহযোগ শুরু হবে।