সরিয়ে দেয়া হলো ডিবি প্রধান হারুন অর রশীদকে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 31-07-2024

সরিয়ে দেয়া হলো ডিবি প্রধান হারুন অর রশীদকে

ডিবি প্রধান হারুন অর রশিদকে সরিয়ে দেয়া হয়েছে ডিবি থেকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত এ কমিশনারকে গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে বদলি করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামান।

বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

হারুন অর রশীদকে ডিএমপি সদর দপ্তরের ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হওয়া অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামান লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্বে ছিলেন।

ওই আদেশেই ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. মহিদউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের জুলাইয়ে ডিবিতে এ কে এম হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হন হারুন অর রশীদ। তিনি ২০২১ সালের মে’তে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন পান।

এর আগে, ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।


বিপ্লব কুমার সরকারকেও বদলি

একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদরদপ্তর (অপারেশন) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার খোন্দকার নুরন্নবী।

বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হওয়া যুগ্ম কমিশনার খোন্দকার নুরন্নবী অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগের দায়িত্বে ছিলেন।

ওই আদেশেই ডিএমপির যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ) সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা উত্তর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)