জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধকরনের সিদ্ধান্ত


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 29-07-2024

জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধকরনের সিদ্ধান্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের ব্যাপারে একমত হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। সোমবার রাতে গণভবনে ১৪ দলের সভা অনুষ্টিত হয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার উপস্থিতিতে। এতে সিদ্ধান্ত গৃহীত হয় বাংলাদেশ জাময়াতে ইসলামী ও শিবিরের সকল ধরনের কর্মকান্ড বাংলাদেশে নিষিদ্ধ হবে।


জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৈঠকের পর রাতে সাংবাদিকদের ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই সিদ্ধান্ত কার্যকর করতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে সভায় অংশ নেয়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার দ্রুত বাস্তবায়ন করবে।’

এ সময় বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘জামায়াত-শিবির নিষিদ্ধ হলে তারা আর সংবাদ সম্মেলন কিংবা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না।’


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)