মুন্নাকে সভাপতি ও নয়নকে সাধারন সম্পাদক করে যুব দলের কমিটি


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 09-07-2024

মুন্নাকে সভাপতি ও নয়নকে সাধারন সম্পাদক করে যুব দলের কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক নূরুল ইসলাম নয়নকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়েছে। আজ মঙ্গলবার বিএনপি সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির আংশিক ঘোষনা করা হলেও খুব শীগ্রই পুনাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলেও জানানো হয়। অণ্যন্যরা হলেন, 

রেজাউল করিম পল : সিনিয়র সহ-সভাপতি,  বিল্লাল হোসেন তারেক : ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, কামরুজ্জামান জুয়েল: সাংগঠনিক সম্পাদক, নুরুল ইসলাম সোহেল : দপ্তর সম্পাদক ।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)